স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপবাবু বৃহস্পতিবার রাতে বিষ্ণুপ্রিয়া হল্টের রেলগেট সংলগ্ন রেললাইন ধরে হাঁটছিলেন। সেই সময় নবদ্বীপ ধাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী ডাউন বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা মারে। তীব্র গতি ছিল ট্রেনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন সকলে। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ কর্মীরা। রেল দফতরের অন্যান্য আধিকারিকরাও পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দত্তের একটি ছোট কন্যা সন্তান রয়েছে। হঠাৎ এভাবে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সবাই। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত প্রতাপ দত্ত বরাবরের শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। হঠাৎ তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা এলাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, অথবা ঘটনার সময় কোনও অসাবধানতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।