সপ্তম শ্রেণীর পড়ুয়া ঋতু শর্মা চলন্ত ট্রেনের দরজার রড ধরে ছোটার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। দুঃসাহসিক কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের কামরায় ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনাটি বেলুড় স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঘটেছে। বুধবার বিকেল চারটে নাগাদ স্টেশন ভর্তি যাত্রীদের কার্যত চোখের সামনে এটি ঘটে বলে জানা গিয়েছে। মৃত ছাত্রটি সপ্তম শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে। বাড়ি ডানকুনি ৯ নম্বর রেল গেটের কাছে।
advertisement
আরও পড়ুন: রেডিও ছাড়া মহালয়া অসম্পূর্ণ, দোকানে দোকানে জমে উঠেছে ভিড়
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ। গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়াকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ! মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলুড় স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় হঠাৎই ওই পড়ুয়া রেলের দরজার লোহার রড ধরে ছুটতে শুরু করে। কিন্তু সে ট্রেনের কামরায় ওঠার চেষ্টা করেনি। স্টেশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ট্রেনের আরও গতি বাড়ার অপেক্ষায় ছিল। ট্রেন গতি বাড়াতে প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে কামরায় ওঠার চেষ্টা করে। কিন্তু ট্রেনের বগিতে তার মাথা ঠুকে যায়। ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। প্লাটফর্মের শেষ প্রান্তে সজোরে মাথায় আঘাত লেগে বিকট শব্দ হয়। সবাই ছুটে যায়। তারপর আর বিশেষ কিছু করার ছিল না।