রেডিও ছাড়া মহালয়া অসম্পূর্ণ, দোকানে দোকানে জমে উঠেছে ভিড়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে কমছে রেডিওর চাহিদা,বাড়ছে স্মার্ট ফোন,টেলিভিশনের ব্যবহার।মহালয়া শোনার জন্য আজও রেডিওতে কান পাতেন অনেকেই। তাই মহালয়ার আগে রেডিও সারিয়ে নিতে ভিড় জমান রেডিওর দোকানে।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে কমছে রেডিওর চাহিদা, বাড়ছে স্মার্ট ফোন-টেলিভিশনের ব্যবহার।তবে পুজোর আগে মহালয়া শোনার জন্য আজও রেডিওতে কান পাতেন অনেকেই। তাই এই মুহূর্তে রেডিও সারাতে দোকানে দোকানে ভিড়। বাকি কাজ ছেড়ে এখন আবদার মেনে রেডিও মেরামতে ব্যস্ত মেকানিকরা।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সবাই মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজয়। দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া। তৎকালীন সময়ে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও।বর্তমানে সেই রেডিওর চাহিদা নেই বললেই চলে।
আরও পড়ুন: নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ! মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে
যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা। আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য। মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে সেই চন্ডীপাঠ শুনতে শ্রুতি মধুর লাগে, দাবি মধ্য বয়স্কদের। তাইতো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের দোকানগুলিতে বর্তমানে এমনই ছবি ধরা পড়ছে। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে এটাই পরিচিত ছবি। প্রত্যেক বছর মহালয়ার আগে চন্দ্রকোনা,ঘাটাল,দাসপুরের মত এলাকায় রেডিওর দোকানগুলিতে ভিড় জমান বয়স্ক মানুষেরা। কারণ এই রেডিও সারিয়ে তাঁরা মহালয়া শুনবেন।
আরও পড়ুন: নদীর ধারে পড়ে ‘ওটা’ কী! কাছে যেতেই দেখা যায় জ্ঞান হারানোর অবস্থা স্থানীয়দের, খবর পেয়েই ছুটে এল পুলিশ
তবে সারা বছর রেডিওর বিশেষ একটা চাহিদা থাকে না বলে রেডিও মেকানিকের পেশায় আর কেউ খুব একটা আসতে চাইছে না। মহালয়ার আগে এই হঠাৎ এসে পড়া চাপ সামলাতে যে কয়েকজন মেকানিক এখনও আছেন তাঁরা হিমশিম খান। তবে এতেই ওদের আনন্দ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 7:32 PM IST