পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রাস্তার ধারে চিরঞ্জিত মাহাতো নামে ওই এনভিএফ (NVF) কর্মীকে জখম অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তৎক্ষণাৎ তারা খবর দেন বোরো থানায়। ঘটনাস্থলে আসে বোরো থানার পুলিশ। ওই এনভিএফ কর্মী চিরঞ্জিত মাহাতোকে উদ্ধার করে বসন্তপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও গাড়ির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগরে দীর্ঘদিনের নরকযন্ত্রণার মুক্তি! ‘এখানে’ জানাতেই সমাধান, খুশি সকলে
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ। বাঁদনা পরব ও দীপাবলির উৎসবের আবহে এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। বোরো থানা এলাকা জুড়েও থমথমে পরিবেশ রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার ফলে বাতিল করা হয়েছে বোরো থানার দীপাবলির সমস্ত অনুষ্ঠান। শুধু মাত্র নিয়ম রক্ষার্থে কালীপুজো করা হচ্ছে বলে থানার পক্ষ থেকে জানা গিয়েছে।