স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায় নির্মাণ শ্রমিকরা বাড়ি ভাঙার কাজ করছিলেন। সেই সময় নিচে দাঁড়িয়ে ছিল তসলিম। কাজ চলতে চলতে হঠাৎই অনিয়ন্ত্রিতভাবে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে যায় ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: গবাদিপশুদের জন্য অ্যাম্বুল্যান্স! এক ফোনে সমাধান, জেনে রাখুন নম্বর
কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পুলিশ এসে নিয়মমাফিক ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। এই দুর্ঘটনার পর বাড়ি ভাঙার কাজ যাবতীয় নিয়ন্ত্রণ বিধি মেনে হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কৌশিক অধিকারী