পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম দীপঙ্কর বর্মণ। বাড়ি কুমারগঞ্জের মোহনা গ্রাম পঞ্চায়েতের বোদরা গ্রামে। সে গোপালগঞ্জ আরএন হাইস্কুলের ছাত্র ছিল সে। সিট পড়েছিল কুমারগঞ্জ হাইস্কুলে।
Tollywood Gossip: জন্মদিনে মিমিকে বিশেষ উপহার শুভশ্রীর! স্বামীর প্রাক্তনকে কী দিলেন রাজ-ঘরণী?
পুলিশ সূত্রে খবর, ওষুধ ও কলম কিনে সাইকেল নিয়ে ফেরার সময়ে কুমারগঞ্জ যাওয়ার রাস্তায় একটি ছোট গাড়ি এসে ধাক্কা মারে। গুরুতর জখম হয় দীপঙ্কর। স্থানীয়েরাই তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না।
advertisement
গোপালগঞ্জ আরএন হাইস্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রমোহন পাল বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের এক ছাত্রের প্রাণ কেড়ে নিল।” দীপঙ্কর মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল। বাবা সুভাষ বর্মণ কৃষিকাজ করেন। দীপঙ্করই বড় ছেলে। মেধাবী ছাত্রকে নিয়ে আশায় ছিলেন বাবা-মা। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।





