সূত্র মারফত জানা যায়, মৃতের নাম বিষ্ণুপদ মণ্ডল (বয়স আনুমানিক ৬৫–৭০ বছর)। তার বাড়ি ১৩ নম্বর তেলের কন্ট্রোলের পাশেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা গরুকে জল দেওয়ার পর রাস্তা পার হওয়ার সময় হিঙ্গলগঞ্জের দিক থেকে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। ভেঙে যায় গাছটিও। ধাক্কার জেরে বিষ্ণুপদবাবু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ কাউকে খালি হাতে ফেরান না মা! গ্রাম্য দেবী কীভাবে ডাকাত কালী হয়ে উঠলেন? জানুন হাড়হিম করা ইতিহাস
দুর্ঘটনার পর রাস্তার ধারে পড়ে বাইকটি
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সান্ডেলার বিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘাতক মোটরবাইকটি ও চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপদবাবুর পরিবারে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।