স্থানীয় সূত্রে জানা যায়, জুমাইনস্কর থেকে লক্ষ্মীকান্তপুর এলাকার দিকে একটি যাত্রীবোঝাই বাস আসছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতিসম্পন্ন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসের সামনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়ছে এবং ৯ জন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ নতুন বছরের আগেই ব্যবসায়ে চরম সর্বনাশ! ভরা বাজারে আচমকা আগুন, প্রাণ হাতে হুড়োহুড়ি
advertisement
ধাক্কার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রী বোঝাই বাসটি। কোনরকমে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সাতসকালে দুর্ঘটনায় জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। বর্তমানে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়। আহত ব্যক্তির আত্মীয় হাবিবুল্লাহ হালদার তিনি জানান, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি এসে দেখি আমার পরিবারের একজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানতে পারি, বাসটি যাত্রী নিয়ে লক্ষ্মীকান্তপুর দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি লরি দ্রুতগতিতে এসে বাসটিকে ধাক্কা মেরেছে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনার পর ঘাতক লরির চালক পলাতক। ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে ঘাতক লরিটিকে এবং দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। খোঁজ চলছে ঘাতক লরি চালকেরও।






