এক মাস আগেই ক্যামেরা বসানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই উড়ালপুলে। এর মধ্যেই শতাধিক গাড়িকে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। যার জেরে জরিমানা বাবদ জমা পড়েছে দেড় লক্ষ টাকা। এই উড়ালপুলে আগে প্রায়ই দুর্ঘটনা ঘটত। লাগামহীন গতির কারণে প্রাণ গিয়েছে অনেকের। সেকারণেই গতিতে রাশ টানতে পুলিশের পক্ষ থেকে উড়ালপুলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হয়। আপ-ডাউনের সব গাড়ির গতির উপর নজর রাখে সেগুলি। সেই ফুটেজ সরাসরি কন্ট্রোল রুমে বসে দেখতে পান ট্রাফিক বিভাগের কর্তারা।
advertisement
আরও পড়ুন: চাষিদের জন্য দারুণ সুখবর, আর জমিতে ঢুকবে না নোনা জল! ফ্রেজারগঞ্জে ফিরেছে সেই স্লুইস গেট
এমনিতেই এই ফ্লাইওভারে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার স্পিড রাখতে হয় চালকদের। তার বেশি গতিতে গাড়ি চালালেই বিপদ! ছবি চলে যাবে কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে ফোনে বেজে উঠবে জরিমানার মেসেজ। ট্রাফিক পুলিশের দাবি, প্রতিদিন গড়ে অন্তত ১০টি করে কেস তো হচ্ছেই। কোন কোন দিন এই সংখ্যা তারও বেশি। এর মধ্যে অনেক চালক রয়েছেন, যাঁরা একাধিকবার ট্রাফিক আইন লঙ্ঘন করে জরিমানার কবলে পড়েছেন। ক্যামেরা দেখে অনেকে এখন সতর্ক হয়েছেন। নিয়ন্ত্রণের মধ্যেই রাখছেন স্পিডোমিটারের কাঁটা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতদিন নজরদারির অভাবে বাইক বাহিনীর দৌরাত্ম্য বা জয়রাইডের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছিল সম্প্রীতি উড়ালপুল। যেহেতু এই উড়ালপুলে একাধিক বাঁক রয়েছে, তাই গতিতে লাগাম পড়াতে না পেরে সেতুর রেলিংয়ে ধাক্কা মেরেছেন অনেকে। জরিমানা চালু হওয়ার পর থেকে তেমন ঘটনা আর ঘটেনি।
সুমন সাহা