বেআইনি নির্মাণ ও রাস্তার উপর যত্রতত্র টোটো, অটো, ট্রাকের পার্কিং রানিহাটির যানজট সমস্যাকে আরও জটিল করছে। সমস্যার সমাধানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত কয়েকদিন যাবত জাতীয় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ চলছে। সেই মত হাওড়ার রানিহাটিতেও দখলদার উচ্ছেদ হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা স্বস্তির মুখ দেখেছেন।
আরও পড়ুন: অ্যাপ্রোচ রোডে মাটি পড়লেও সেতু ব্যবহারে ভয় স্থানীয়দের, সুন্দরবনে এ কী কাণ্ড!
advertisement
এখন জাতীয় সড়কে উড়ালপুল এবং সার্ভিস রোড নির্মাণ হলে দূরপাল্লার যানবাহন বিনা বাধায় যেতে পারবে। একইসঙ্গে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস হলে সহজেই রানিহাটি-আমতা রোডে বিনা বাধায় যান চলাচল করতে পারবে। এতে আমজনতা ভোগান্তি থেকে রক্ষা পাবে। এই প্রসঙ্গে জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার অশোক কুমার পায়রা জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা সম্পূর্ণরূপে কম করা সম্ভব। এর জন্য অবৈধ পার্কিং, অবৈধ কাটিং এবং আন অথরাইজড এনক্লোজমেন্ট দূর করতে হবে। এই সমস্যা সমাধানে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাদের এই কাজে এগিয়ে আসতে হবে। যাতে কোনওভাবে জাতীয় সড়ক বাধা প্রাপ্ত বা নিয়ম ভঙ্গ না হয়। স্থানীয়দের আশা খুব শীঘ্রই এই যানজটের সমস্যা দূর হতে চলেছে।
রাকেশ মাইতি