Bad Road: অ্যাপ্রোচ রোডে মাটি পড়লেও সেতু ব্যবহারে ভয় স্থানীয়দের, সুন্দরবনে এ কী কাণ্ড!
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bad Road: সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রায় ২৫ কোটি টাকা খরচ করে সেতুটি তৈরি করা হয়। নতুন সেতু হওয়ায় আশায় বুক বাঁধতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু অ্যাপ্রোচ রোড তৈরি হতে কিছুটা বেশি সময় লেগে যায়। আর তাতেই যত বিপত্তি
দক্ষিণ ২৪ পরগনা: সাধারণ মানুষজনের দাবি মত সেতুর আ্যপ্রোচ রোডে মাটি পড়েছে। তবুও ভয় কাটেনি এলাকাবাসীর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নলগোড়া সেতুর। আ্যপ্রোচ রোডে মাটি দেওয়া হলেও রাস্তার কাজ শুরু হয়নি। ফলে বর্ষার সময় এই রোডে বৃষ্টির জলে প্রবল কাদা হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এতে দুর্ঘটনার সম্ভবনা বাড়তে পারে বলে আশঙ্কা।
জয়নগর ২ ব্লকের নলগড়ো ও রায়দিঘির ২৩ নম্বর লটের বাড়িভাঙা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে মণি নদী। একসময় দুই গ্রামের বাসিন্দারা নৌকায় করে যাতায়াত করতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে ২০১৫ সালে মণি নদীর উপর আধ কিলোমিটার সেতু তৈরির অনুমোদন মেলে। প্রায় দুই বছর পর সেই সেতু তৈরির কাজ শেষ হয়। কিন্তু যত সমস্যা দেখা দেয় এই সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি করা নিয়ে। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রায় ২৫ কোটি টাকা খরচ করে সেতুটি তৈরি করা হয়। নতুন সেতু হওয়ায় আশায় বুক বাঁধতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু অ্যাপ্রোচ রোড তৈরি হতে কিছুটা বেশি সময় লেগে যায়।
advertisement
advertisement
পরে সেতুর নলগোড়া প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরির কাজ শেষ হয়েছে। কিন্তু বাড়িভাঙা প্রান্তে জমিজটে আটকে আ্যপ্রোচ রোড তৈরির কাজ। এদিকে সেতু তৈরি হয়ে যাওয়ায় নৌকার সংখ্যা আগের থেকে অনেকটাই কমে গিয়েছিল। ফলে যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন এখানকার বাসিন্দারা। শেষে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে মাটি ফেলে বাড়িভাঙা প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরি করেন। পরে বছরখানেক আগে সরকারি উদ্যোগে সেখানে মাটি ফেলা শুরু হয়। কিন্তু বর্ষার আগে কাজ শেষ না হওয়ায় নতুন বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার আশঙ্কা দূর করতে তাঁরা দ্রুত এই অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 29, 2024 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: অ্যাপ্রোচ রোডে মাটি পড়লেও সেতু ব্যবহারে ভয় স্থানীয়দের, সুন্দরবনে এ কী কাণ্ড!










