স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে ১৬ জনের পর্যটকদের একটি দল কুলতলির কৈখালী এলাকায় ঘুরতে আসেন। বৈধ অনুমতি পত্র নিয়ে বনি ক্যাম্পে আসেন পর্যটকের দলেরা। বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গল দর্শন করার সময় পর্যটকদের ক্যামেরাবন্দি হয় দক্ষিণরায়। সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকেরা।
advertisement
ভ্রমণ পিপাসু বাঙালিদের শীতের মৌসুমে ভ্রমণের অন্যতম প্রিয় ডেস্টিনেশন সুন্দরবন। প্রতিবছর শীতে সুন্দরবনে ঘুরতে আসেন পর্যটকেরা। পর্যটকদের সুন্দরবন ঘুরতে আসার অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। তবে এ বছর সকল পর্যটকের ভাগ্যে সেই দুর্লভ ছবি দেখা মিলছে। যদিও কথায় আছে, ভাগ্যে না থাকলে এই বাঘের দুর্লভ ছবি সৌভাগ্যে জোটে না।
গত কয়েকদিন ধরে পর্যটকদের দলের নজরে পড়ে, একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনি ক্যাম্পে বনদফতরের তৈরি করা মিষ্টি জলের পুকুরে জল খেতে আসছে। কয়েক মুহূর্তের সেই দুর্লভ দৃশ্য পর্যটকদের ক্যামেরাবন্দি হয়।
আরও পড়ুনঃ শীতের রাতে গৃহস্থের বাড়িতে সিনেমার কায়দায় চুরি! অন্তর্বাস টুকুও বাদ দিল না নিশি কুটুম্বরা
এ বিষয় দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদফতরের এক আধিকারিক বলেন, সুন্দরবনের বাঘেদের জন্য বনদফতরের পক্ষ থেকে সুন্দরবনের জঙ্গলে এবং বনি ক্যাম্পে বেশ কয়েকটি মিষ্টি জলের জলাশয় খনন করা হয়েছে। এই জলাশয় প্রায়ই সময় বন্যপ্রাণীরা পানীয় জল খেতে আসে। অন্যান্য বন্যপ্রাণীদের সঙ্গেও বাঘ এই জলাশয় জল গ্রহণ করে। সুন্দরবনের জঙ্গলের মতনই বনি ক্যাম্পেও একটি জলাশয় রাখা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের মাধ্যমে সম্পূর্ণ জঙ্গল যেমন দেখা যায় তেমনই এই জলাশয় দেখা যায়। এই জলাশয়ে জল খেতে আসে হরিণ থেকে শুরু করে অন্যান্য বন্যপ্রাণীরা। সৌভাগ্য থাকলে পর্যটকদের বাঘেরও দর্শন মেলে।





