আরও পড়ুন: এবার এক ট্রেনে তারকেশ্বর-কামারপুকুর-জয়রামবাটী-বিষ্ণুপুর! জানুন বেড়ানোর হদিশ
ডায়মন্ড হারবার পিকনিক গ্রাউন্ড কেল্লার মাঠের সৌন্দর্যের টানে সেখানে ছুটে এসেছেন অনেকেই। ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে আগে থেকেই পিকনিক গ্রাউন্ডকে সাজিয়ে তোলা হয়েছিল।
এ দিন সকাল থেকে ডায়মন্ড হারবারের পুরোনো কেল্লার মাঠে মানুষের ঢল নামে। পর্যটকদের কথা মাথায় রেখে আগেভাগে কেল্লার মাঠ সাজিয়ে তুলেছিল পুরসভা। পর্যটকদের জন্য মাঠে বসানো হয় একাধিক তাঁবু ও ছাউনি।
advertisement
আরও পড়ুন: পিকনিকের মুডে নতুন বছরকে স্বাগত জানালেন বর্ধমানের বাসিন্দারা
সেখানেই পিকনিক করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। খেলার মাঠে চলছে জমিয়ে পিকনিক, কোথাও আবার ডিজের তালে চলছে নাচ। সবমিলিয়ে জমজমাট ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ।
এই সবুজ ঘেরা সেই পিকনিক স্পটের গা ঘেঁষে বয়ে চলেছে নদী। এই পিকনিক স্পটের পাশেই রয়েছে ঐতিহাসিক পুরনো কেল্লা ও তার মাঠ। আর পাশ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। সেখানেই ভিড় জমাচ্ছেন সকলেই। সবমিলিয়ে নতুন বছরে ডায়মন্ড হারবার কাছে টেনেছে সকলের।
নবাব মল্লিক