রবিবাসরীয় দিঘায় আজ পুলিশ হলিডে হোম চত্বরের ঘেরাটোপেই পার্কিং-এ থাকা পর্যটকদের গাড়ির লক ভেঙে টাকা মোবাইল-সহ দামি জিনিসপত্র চুরি গেল। পটাশপুর থেকে ১৫ জনের একটি দল দু’টি গাড়ি করে দিঘায় বেড়াতে আসে। পুলিশ হলিডে হোম চত্বরে পার্কিংয়ে গাড়ি রেখে হোটেলে খাবার খেতে যান তাঁরা। খাবার খেয়ে ফিরে এসে দেখেন গাড়ির লক খোলা। গাড়ির ভেতরে থাকা ব্যাগ উধাও।তিনটি মোবাইল সহ-দামি জিনিসপত্র চুরি হয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ জানান পর্যটকেরা।
advertisement
আরও পড়ুন: নকল 'প্রতিবন্ধী' সার্টিফিকেট বানিয়ে শ্রীঘরে! নাদনঘাটে পুলিশের জালে ১ যুবক
আরও পড়ুন: গাছে ঝুলছে ঝুড়ি...! তাতেই ভর্তি কাঁচা সবজি থেকে ফল! কার জন্য? জানলে আঁতকে উঠবেন!
পার্কিংয়ের কর্মীদের এবং পুলিশের কাছে জানিয়েও কোন সুরাহা পাননি পর্যটকেরা, এমনই জানা গিয়েছে। পর্যটকদের প্রশ্ন, পার্কিংয়ের জন্য টাকা খরচ করে ফি দিয়ে গাড়ি রেখে নিরাপত্তা কোথায়?
শেষমেষ পর্যটকেরা দিঘা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। দিনের পর দিন ধরে পার্কিংয়ের পর্যটকদের গাড়ি থেকে মালপত্র চুরির ঘটনা ঘটে চলেছে। সৈকত শহরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।