East Bardhaman News: নকল 'প্রতিবন্ধী' সার্টিফিকেট বানিয়ে শ্রীঘরে! নাদনঘাটে পুলিশের জালে ১ যুবক
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
East Bardhaman news: নকল প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করার সঙ্গে যুক্ত থাকার অপরাধে নাদনঘাট থানা এলাকার খরসগ্রামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ।
নাদনঘাট: কল প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করার সাথে যুক্ত থাকার অপরাধে নাদনঘাট থানা এলাকার খরসগ্রামের আবদুল্লা মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ। পূর্বস্থলী ১ নম্বরের ব্লকের বিডিও দেবব্রত জানা নাদনঘাট থানা একটি অভিযোগ দায়ের করার পরে এই অভিযোগের ভিত্তিতে খরস গ্রাম এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে এদিন শনিবার কালনা আদালতে পাঠায় নাদনঘাট থানার পুলিশ।
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে নকল প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করার কাজের সাথে যুক্ত ছিল ওই ব্যক্তি। নাদনঘাট থানা এলাকার বহু মানুষের এই রকম জাল প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করে দিয়েছে তিনি। সেই সার্টিফিকেট দেখিয়ে তারা অজান্তেই ভাতা তুলতে গেলে, বিডিওর নজরে আসে বিষয়টি।
advertisement
advertisement
এরপরই বিডিও নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার কালনা আদালতে পাঠায় নাদনঘাট থানার পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কালনা আদালতের বিচারপতি।
advertisement
নবকুমার রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নকল 'প্রতিবন্ধী' সার্টিফিকেট বানিয়ে শ্রীঘরে! নাদনঘাটে পুলিশের জালে ১ যুবক