শীতে বহু দেশ-বিদেশ থেকে পর্যটকরা সুন্দরবনে ঘুরতে যান। সুন্দরবনের অপরূপ রূপ মনকে ভরিয়ে তোলে। সবুজে ঘেরা সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলী-কৈখালী। শীত পড়তেই শুরু হয় পর্যটকদের আনাগোনা। কিন্তু এ বারে শীতের আগেই খুশির খবর পর্যটকদের জন্য। কারণ দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের।
আরও পড়ুনঃ আম বাগানে ওটা কী! কিছুক্ষণেই তোলপাড় মালদহ, ঘনাচ্ছে গভীর রহস্য
advertisement
কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন বেড়াতে আসেন। যাদবপুরের সেই দলে ছিলেন ১৭ জন। তাঁরাই সুন্দরবনের দো বাঁকি জঙ্গলে রয়্যাল বেঙ্গল দেখতে পান। সেই ছবি ক্যামেরাবন্দি করেন।
আরও পড়ুনঃ খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ! মাসিক বেতন শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে
গত বছর শীতের মরশুমে একা ধিক বার একাধিক জঙ্গলে দক্ষিণরায়ের দেখা মিলেছিল। শীতের আমেজ আসতে না আসতেই আবারও রয়েল বেঙ্গল দেখতে পেলেন পর্যটকরা। তবে এ বারে বাড়তি পাওনা জোড়া বাঘের। নদীর চরে দুই বাঘের লড়াই। প্রায় ২ মিনিট ধরে সেই লড়াই ক্যামেরাবন্দি হয়েছে।
এক পর্যটক বলেন, "শীত অল্প অল্প সবেমাত্র পড়তে শুরু করেছে। ভিড় এড়াতেই আগে থেকে পরিবার নিয়ে সুন্দরবন এসেছি। ভাবতে পারিনি এ ভাবে বাঘের দর্শন পেয়ে যাব। বাঘের দেখে খুব খুশি পরিবারের সদস্যরা। বিরল এক লড়াই ক্যামেরাবন্দি করেছি।"
সুমন সাহা