TRENDING:

Toto: টোটোর দাম ১ লাখ টাকা, বিক্রি হচ্ছে ২৫ হাজারে! পুলিশ তদন্তে নামার পর যা হল...ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Toto News- পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অগাস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এর পরেই বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এস আই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, সুমন সাহা: বারুইপুর পুলিশ জেলার পুলিশের বড়সড় সাফল্য। সম্প্রতি এলাকায় ঘটে যাওয়ার টোটো চুরির ঘটনা তদন্ত নেমে উদ্ধার চুরি হয়ে যাওয়া বেশ কয়েকটি টোটো। গ্রেফতার টোটো চুরির ঘটনা মূল পান্ডা ও তার সহকারীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অগাস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এর পরেই বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এস আই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরেই হদিশ পায় পান্ডা চন্দনের।

পুলিশের বিশেষ টিম নিয়ে রেডি থাকে। হাওড়া স্টেশনে দুপুর ১ টায় ট্রেন ধরতে এলে তাকে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। এই চন্দনের সঙ্গেই রিসিভার রামপদর জেলে আলাপ হয়েছিল।

advertisement

আরও পড়ুন- বলুন তো, পৃথিবীতে মানুষ আগে এসেছিল না কুকুর? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…

View More

চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদের কাছে। রামপদ টোটো বিক্রি করতো ২৫ হাজার টাকায় টোটো বিক্রি হয়ে যেত। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অভিষেক রঞ্জন তিনি জানান, গত ১৫ই আগস্ট এক টোটো চালক বারুইপুর এলাকায় থেকে তার টোটো চুরি হয়ে গিয়েছে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করে। সেই ঘটনা তদন্ত নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত চাকদা এলাকায় এই চুরি হয়ে যাওয়া টোটোগুলি বিক্রি হচ্ছে। এই খবর পাওয়া মাত্রই পুলিশের একটি স্পেশাল টীম ঘটনাস্থলে যায় এবং টোটো চুরির গ্যাংয়ের মূল পান্ডাকে গ্রেফতার করে। পাশাপাশি একজন ক্রেতাকেও গ্রেফতার করা হয়। এই চোরেদের দল মূলত পূর্ব বর্ধমান থেকে এসে বারুইপুরে টোটো চুরির ঘটনা ঘটায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: টোটোর দাম ১ লাখ টাকা, বিক্রি হচ্ছে ২৫ হাজারে! পুলিশ তদন্তে নামার পর যা হল...ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল