TRENDING:

Toto News: একটা টোটো এল হাসপাতালে, তার পর সেই টোটোর সঙ্গে যা হল...! মারাত্মক ঘটনা বারুইপুরে

Last Updated:

Toto- টোটো নিয়ে হাসপাতালে এসেছিলেন টোটোচালক। সেখান থেকে চুরি হয়ে গেল তাঁর টোটো! বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: টোটো নিয়ে হাসপাতালে এসেছিলেন টোটোচালক। সেখান থেকে চুরি হয়ে গেল তাঁর টোটো! বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য। রোগীর পরিবার বিভিন্ন গাড়ি করে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কোনও সময় অটো, কখনও বাইক অথবা চারচাকা করে অনেকে আসেন। কেউ আবার টোটো চেপে হাসপাতালে আসেন।
অভিযোগ করলেন বারুইপুর থানাতে ওই টোটো চালক
অভিযোগ করলেন বারুইপুর থানাতে ওই টোটো চালক
advertisement

কয়েকদিন আগে একটি ঘটনা সামনে এসেছিল। গাড়ি রেখে চোখ ফেরালে মুহূর্তের মধ্যে সেই গাড়ি চুরি হয়ে যায়। যদিও এই ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর পর এই ধরনের ঘটনা অনেকটাই কমে গেছিল। তবে আবারও নতুন করে সেই ঘটনা!

বারুইপুরের বেগপুরের উত্তর পুরীর বাসিন্দা পীযুষ বিশ্বাস ৫০ হাজার টাকা লোন দিয়ে টোটো কিনেছিলেন। পরিবারকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছিলেন। টোটো বাইরে রাখা ছিল। এসে দেখেন টোটো উধাও।

advertisement

আরও পড়ুন- র‍্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

View More

বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনা অনেকটা কমলেও আবার নতুন করে চুরির ঘটনা সামনে আসতে নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে। তবু পুলিশের সঙ্গে কথা বলে নজরদারি যাতে আরও বাড়ানো যায় এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

advertisement

ওই টোটো চালক জানান, এক রোগীকে নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তার পর বাইরে বেরিয়ে এসে দেখিেন যেখানে টোটো রাখা ছিল, সেখান থেকে সেটি উধাও।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

সুমন সাহা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto News: একটা টোটো এল হাসপাতালে, তার পর সেই টোটোর সঙ্গে যা হল...! মারাত্মক ঘটনা বারুইপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল