কয়েকদিন আগে একটি ঘটনা সামনে এসেছিল। গাড়ি রেখে চোখ ফেরালে মুহূর্তের মধ্যে সেই গাড়ি চুরি হয়ে যায়। যদিও এই ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর পর এই ধরনের ঘটনা অনেকটাই কমে গেছিল। তবে আবারও নতুন করে সেই ঘটনা!
বারুইপুরের বেগপুরের উত্তর পুরীর বাসিন্দা পীযুষ বিশ্বাস ৫০ হাজার টাকা লোন দিয়ে টোটো কিনেছিলেন। পরিবারকে নিয়ে হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছিলেন। টোটো বাইরে রাখা ছিল। এসে দেখেন টোটো উধাও।
advertisement
আরও পড়ুন- র্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনা অনেকটা কমলেও আবার নতুন করে চুরির ঘটনা সামনে আসতে নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে। তবু পুলিশের সঙ্গে কথা বলে নজরদারি যাতে আরও বাড়ানো যায় এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ওই টোটো চালক জানান, এক রোগীকে নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তার পর বাইরে বেরিয়ে এসে দেখিেন যেখানে টোটো রাখা ছিল, সেখান থেকে সেটি উধাও।
সুমন সাহা