Birbhum News: হেতমপুর রাজবাড়িতে শোকের ছায়া! প্রয়াত শেষ রানি মা পূর্ণিমা চক্রবর্তী, চিরবিদায় নিলেন রাজবংশের শেষ রানি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: রানি মায়ের মৃত্যুতে গোটা হেতমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। রাজবাড়ির সঙ্গে জড়িত অনেকেই বলছেন, একসঙ্গে যেন শেষ হয়ে গেল বীরভূমের রাজবংশের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
advertisement
1/5

প্রয়াত হলেন বীরভূমের ঐতিহ্যবাহী হেতমপুর রাজবাড়ির শেষ রানি মা পূর্ণিমা চক্রবর্তী। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত মাধবী রঞ্জন চক্রবর্তীর পত্নী রানি পূর্ণিমাদেবী। রেখে গেলেন দুই কন্যা বৈশাখী ও অনুরাধাকে। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
রানি মায়ের মৃত্যুতে গোটা হেতমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। রাজবাড়ির সঙ্গে জড়িত অনেকেই বলছেন, একসঙ্গে যেন শেষ হয়ে গেল বীরভূমের রাজবংশের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
advertisement
3/5
রিনা কবিরাজ নামে রাজপরিবারের এক ঘনিষ্ঠ বলেন, "আমাদের সঙ্গে রাজবাড়ির ঐতিহ্য জড়িয়ে আছে। বৈশাখী আর অনুরাধা মায়ের যত্নে অসাধারণ সেবা করেছে। আজ তাঁরা মাকে বাঁচাতে পারলেন না। সব শেষ হয়ে গেল। আমি চাই, হেতমপুরবাসী যেন তাঁকে শেষবারের মত শ্রদ্ধা জানায়। রাজবংশের শেষ রানি আজ চিরবিদায় নিলেন।"
advertisement
4/5
রাজবাড়িতে দীর্ঘদিন কাজ করা বর্ণালী চট্টরাজ বলেন, "আমি ১৫ বছর ধরে এখানে কাজ করছি। রানি মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি দেহত্যাগ করেছেন। রাজপরিবারে উনিই ছিলেন শেষ প্রতিনিধি। গ্রামবাসীর কাছে এটা খুবই কষ্টের বিষয়। এমন একজন মানুষ চলে গেলেন, যাঁকে কেন্দ্র করে রাজবাড়ির ঐতিহ্য টিকে ছিল।"
advertisement
5/5
রাজপরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমাদেবীর মরদেহ কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে, তা এখনও ঠিক হয়নি। হেতমপুর রাজবাড়ির ইতিহাসে শেষ অধ্যায়ের অবসান ঘটালেন রানি মা পূর্ণিমা চক্রবর্তী। তাঁর প্রয়াণে নীরব হয়ে পড়েছে বীরভূমের ঐতিহ্যময় রাজবাড়ি। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: হেতমপুর রাজবাড়িতে শোকের ছায়া! প্রয়াত শেষ রানি মা পূর্ণিমা চক্রবর্তী, চিরবিদায় নিলেন রাজবংশের শেষ রানি