Birbhum News: হেতমপুর রাজবাড়িতে শোকের ছায়া! প্রয়াত শেষ রানি মা পূর্ণিমা চক্রবর্তী, চিরবিদায় নিলেন রাজবংশের শেষ রানি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: রানি মায়ের মৃত্যুতে গোটা হেতমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। রাজবাড়ির সঙ্গে জড়িত অনেকেই বলছেন, একসঙ্গে যেন শেষ হয়ে গেল বীরভূমের রাজবংশের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
রাজপরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমাদেবীর মরদেহ কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে, তা এখনও ঠিক হয়নি। হেতমপুর রাজবাড়ির ইতিহাসে শেষ অধ্যায়ের অবসান ঘটালেন রানি মা পূর্ণিমা চক্রবর্তী। তাঁর প্রয়াণে নীরব হয়ে পড়েছে বীরভূমের ঐতিহ্যময় রাজবাড়ি। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)
