TRENDING:

টোটোকে পাল্লা দিচ্ছে 'এই' গাড়ি! কে চলবে রাস্তায়! ঝামেলার শেষ নেই

Last Updated:

Toto vs Van in Patharpratima: পাথরপ্রতিমার রামগঙ্গায় দেখা দিল আজব সমস্যা। সেখানে পথ কার এই দাবিতে যুজুধান টোটো ও ভ্যানগাড়ির চালকরা। সমস্যা সমাধানে প্রাশাসনিক হস্তক্ষেপের দাবিও তুলেছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার রামগঙ্গায় দেখা দিল আজব সমস্যা। সেখানে পথ কার, এই দাবিতে যুজুধান টোটো ও ভ্যানগাড়ির চালকরা। সমস্যা সমাধানে প্রাশাসনিক হস্তক্ষেপের দাবিও তুলেছে তারা।
advertisement

মূলত রাস্তায় টোটো চলবে না ভ্যানগাড়ি চলবে, সেই উত্তর খুঁজছে উভয়পক্ষ। দুজনের দড়ি টানাটানিতে সাময়িকভাবে পরিষেবাও বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন অনেক নিত্যযাত্রীরা।

সমস্যা সমাধান করতে একসময় দেখা যায় নিজেদের গাড়ি ছেড়ে নৌকাতে চেপে টোটো ও ভ্যানচালকরা সমস্যা সমাধানের জন্য নদীর অপর প্রান্তে যাচ্ছেন। অদ্ভুত এই দৃশ্যের স্বাক্ষী থাকল পাথরপ্রতিমার বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন- আর মাত্র ২-৩ ঘণ্টা, ঝড়-বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বাজ! দক্ষিণের ৬ জেলায় দুর্যোগ

রামগঙ্গাতে যেখানে এই সমস্যা হচ্ছিল তার অপরদিকে নদীর অপরপ্রান্তে রয়েছে বিডিও অফিস, থানা-সহ আরও অন্য অফিস। সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের লক্ষ্যে টোটো ও ভ্যানচালকরা নিজেদের বাহন ছেড়ে নৌকাতে ওঠেন।

এ নিয়ে ভক্তিপদ মান্না নামের ভ্যানগাড়ি ইউনিয়নের এক সদস্য বলেন, দীর্ঘদিন ধরে তারা পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে। যখন টোটো ছিল না তখন তারাই পরিষেবা দিয়েছেন। এখন তাহলে কেন সমস্যা হচ্ছে।!

advertisement

তাদের সদস্যদের মধ্যে সব দলের সমর্থকরা রয়েছেন। এই নিয়ে টোটো চালকদের পক্ষে নন্দকুমার দাস জানান, সবার স্বার্থে তাঁরা থানায় গিয়েছিলেন। নিজেদের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তা মিটিয়ে নেওয়া হয়েছে। আগামীদিনে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সুষ্ঠভাবে পরিষেবা দেওয়া হবে।

আরও পড়ুন- ভিড় হালকা হবে, ৯ কামরার ট্রেন বদলাচ্ছে ১২ বগিতে, আরও বাড়তি সুবিধা দেবে রেল!

advertisement

এদিকে, এই ঘটনায় হতচকিত সাধারণ মানুষজন। তারা পথে কে চলবে এই দাবিতে আন্দোলন আগে দেখেনি বলে জানিয়েছেন। এখন সকলেই চাইছেন সুষ্ঠভাবে যাতে তারা পরিষেবা পায় সঠিকসময়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটোকে পাল্লা দিচ্ছে 'এই' গাড়ি! কে চলবে রাস্তায়! ঝামেলার শেষ নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল