Sealdah Division Local Train: ভিড় হালকা হবে, ৯ কামরার ট্রেন বদলাচ্ছে ১২বগিতে, আরও বাড়তি সুবিধা দেবে রেল! দারুণ সুযোগ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Indian Railways: ন'কামরার ট্রেন বদলাচ্ছে বারো কোচে, যাত্রীদের মিলবে বাড়তি কী কী সুবিধা জানুন
যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে অবশেষে শিয়ালদহ ডিভিশনের সমস্ত ট্রেন ১২ কামরায় রূপান্তরিত করার কাজ চলছে জোর কদমে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরেই সব ট্রেন হবে ১২ কামরা বিশিষ্ট। (Rudra Narayan Roy)
advertisement
ইতিমধ্যেই ১২ কামরার বেশ কিছু ট্রেন চললেও, সব ট্রেনে এই আধুনিকীকরণ করা সম্ভব হয়নি বলেই রেলসূত্রে খবর। তবে নারকেলডাঙ্গা কারসেডে এই মুহূর্তে বেশ কিছু ন'কামরার ট্রেন গুলিতে, আরও কামরা যুক্ত করে ১২ কামরায় রূপান্তরিত করার কাজ চলছে বলেই জানা যায়।
advertisement
প্রায় এক দশকেরও বেশি সময় থেকে শিয়ালদহ উত্তর ও মেন শাখায় সব লোকাল ট্রেন ১২ কোচে রূপান্তরিত করার কথা ভাবা হলেও, নানা বাধার সম্মুখীন হয়ে তা করা সম্ভব হচ্ছিল না। আর এর সবচেয়ে প্রধান কারণ হিসেবে উঠে আসে, শিয়ালদহ স্টেশনের পুরনো ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। যেখানে ১২ কোচের ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।
advertisement
তবে ইতিমধ্যেই, শিয়ালদহ স্টেশনের এই প্লাটফর্ম গুলি আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে। এখন বারো কামরার ট্রেন অনায়াসেই দাঁড়াতে পারবে এই স্টেশনগুলিতে বলে জানা গিয়েছে। ব্যস্ত এই লাইনে ১২ কামরার সমস্ত ট্রেন চলাচল করলে অনেকাংশেই বাড়বে যাত্রী পরিষেবা। ফলে লোকাল ট্রেন গুলিতে হাজারের অধিক সংখ্যক যাত্রী বহন করতে সক্ষম হবে।
advertisement
জানা যায়, শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ৮৯২ টি ট্রেন চলে। ফলে সব ট্রেন ১২ কামরার চললে, দিনে আড়াই থেকে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে রেল বলেই মনে করা হচ্ছে।
advertisement