TRENDING:

তিন লাখ টাকায় ঝাঁ চকচকে জিপ! এক ফোঁটা পেট্রোল লাগবে না! টোটো মিস্ত্রির কেরামতি

Last Updated:

Jeep car made by toto driver: পেশায় টোটো মিস্ত্রি, ১৭ থেকে ১৮ লাখ টাকা দামের গাড়ি কেনার সামর্থ নেই তাঁর। তবে নিজের চেষ্টাতেই মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ঝকঝকে চকচকে চোখ ধাঁধানো গাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ২৩ বছরের যুবক টোটো মিস্ত্রি তৈরি করলেন ব্যাটারি চালিত জিপ গাড়ি। কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়য ২৩ বছরের যুবক পেশায় সামান্য টোটো মিস্ত্রি। নিজেই জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন সকলকে।
advertisement

পেশায় টোটো মিস্ত্রি, ১৭ থেকে ১৮ লাখ টাকা দামের গাড়ি কেনার সামর্থ নেই তাঁর। তবে নিজের চেষ্টাতেই মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ঝকঝকে চকচকে চোখ ধাঁধানো গাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিলেন তিনি।

ঠিক এমনই এক প্রতিভাবান যুবকের বাড়ি মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামে। নাম সাগর সর্দার। জানা যায়, সাগর সর্দারের ছোটবেলা থেকেই দুর্দান্ত প্রতিভা রয়েছে।

advertisement

আরও পড়ুন- চলে গেল ২টো তরতাজা প্রাণ, রাস্তা যেন মরণফাঁদ! বর্ধমানে মর্মান্তিক ঘটনা

View More

বিভিন্ন সময় বানিয়েছেন বিভিন্ন মডেলের খেলনার গাড়ি। তবে এবার আর খেলনা গাড়ি নয়, তাঁর স্বপ্ন ছিল একদিন চার চাকা গাড়ি মালিক হবেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন তিনি। ৬ মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করেছেন এই ঝকঝকে জিপ গাড়ি।

advertisement

তাঁর হাতে বানানো গাড়ি দেখতে ইতিমধ্যেই সকলেই ছুটে আসছে তাঁর কাছে । স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের খুব অসহায় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা। মা ও ছোট দুই ভাই এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। খুব অভাব অনটনের মধ্যে দিন কাটে তাঁর।

আরও পড়ুন- এবার আকাশ ছুঁতে পারে লিচুর দাম! জামাইষষ্ঠীর আগেই মাথায় হাত… পাতে পড়বে তো?

advertisement

ধার দেনা করে স্ত্রীর গয়না বন্ধক দিয়ে দীর্ঘ ৬ মাসের পরিশ্রমে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন তাঁর স্বপ্নের জিপ গাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিন লাখ টাকায় ঝাঁ চকচকে জিপ! এক ফোঁটা পেট্রোল লাগবে না! টোটো মিস্ত্রির কেরামতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল