ইতিহাসের গন্ধ লেগে রয়েছে বাংলার মাটির আনাচে-কানাচে। এই ভূখণ্ডের প্রতিটি স্তরে লুকিয়ে আছে নানা সময়ের সভ্যতার চিহ্ন। মাটি উৎখননের মাধ্যমে একের পর এক উঠে এসেছে অতীতের সম্ভ্রান্ত কাহিনি। বাংলার সীমানা ছাড়িয়ে যেসব প্রত্নক্ষেত্র আজ আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মোগলমারি বৌদ্ধবিহার।
Last Updated: Jan 08, 2026, 16:32 IST


