Nadia News: এবার আকাশ ছুঁতে পারে লিচুর দাম! জামাইষষ্ঠীর আগেই মাথায় হাত... পাতে পড়বে তো?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়ার শান্তিপুর, হরিপুর, শ্রীরামপুর, আলুইপাড়া, বোয়লিয়ায় লিচু বাগানে আগমন ঘটে বহিঃরাজ্যের বিভিন্ন ব্যবসাদারদের। আগে বিভিন্ন এজেন্সি মারফত লিচু কিনলেও এখন তারা সরাসরি বাগানিদের কাছ থেকে কেনার চেষ্টা করেন, এতে কৃষকরাও সরাসরি তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পান।
advertisement
বিহার পাঞ্জাব হিমাচল সহ একের পর এক রাজ্যের বাজারে ছড়িয়ে পড়ে লিচু। বিহার, পঞ্জাব, হিমাচলে লিচুর উৎপাদন হলেও তা পাকতে এখনও বেশ কিছু দেরি। তবে বাংলার লিচু স্বাদে গন্ধে যেমন জগৎ বিখ্যাত তেমনই বাজারে আসে সর্বপ্রথম। ইংরেজি মে মাসের মধ্যেই আন্তঃরাজ্য এবং বহিঃরাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয় বাংলার লিচু।
advertisement
advertisement
advertisement