South 24 Parganas News: গত বছরের পুনরাবৃত্তি! বকখালির সমুদ্র সৈকতে ফের ভেসে এল মৃত কচ্ছপ, কেন বারবার ঘটছে এমন ঘটনা, জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: বকখালি সমুদ্র সৈকতে ভেসে এল অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। গতবছরেই ঠিক এই সময়েই গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে এই কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছিল। এই অলিভ রিডলে সি টারটেল একটি বড় আকারের সামুদ্রিক কচ্ছপ।
advertisement
1/5

বকখালি সমুদ্র সৈকতে ভেসে এল অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। গতবছরেই ঠিক এই সময়েই গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে এমন কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছিল। এই অলিভ রিডলে সি টারটেল একটি বড় আকারের সামুদ্রিক কচ্ছপ। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
কোথায় থেকে এবং কীভাবে এদিকে এই প্রাণীটি এল, তা স্পষ্ট হয়নি। যদিও স্থানীয়দের অনুমান, মৎস্যজীবীদের জালে জড়িয়ে গিয়েছিল এই কচ্ছপটি। সেই জালে জড়িয়ে কোনওভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কচ্ছপটির।
advertisement
3/5
তবে আরও একটি তথ্য জানা গিয়েছে, সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এদের প্রজননের সময়কাল। স্ত্রী কাছিমেরা হাজার হাজার কিমি পথ পাড়ি দিয়ে তাদের জন্মস্থানে ফিরে আসে ডিম পাড়বার জন্য। পুরুষেরা কখনও ডাঙ্গায় ওঠে না।
advertisement
4/5
রাতে জোয়ারের সময় কাছিমেরা সমুদ্রতটে উপস্থিত হয়ে বালি খুঁড়ে তাদের বাসা বানায়। এই সময়ে হয়ত কোনও কারণে কচ্ছপটি ফিরতে পারেনি। জোয়ার আসার আগেই কচ্ছপটি মারা যায়।
advertisement
5/5
শীতের গোড়া থেকে এরা ভারত, বাংলাদেশ, মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে। শীতের শেষ পর্বেই ফিরে যায়। প্রতি বছরই উপকূলবর্তী এলাকায় এই সময় মৎস্যজীবীদের ট্রলারের জালে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে বেশ কিছু অলিভ রিডলের মৃত্যু ঘটে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গত বছরের পুনরাবৃত্তি! বকখালির সমুদ্র সৈকতে ফের ভেসে এল মৃত কচ্ছপ, কেন বারবার ঘটছে এমন ঘটনা, জানুন