এ যেন একেবারে সিনেমার কাহিনির মতো ঘটনা! বাড়িতে দাঁড়িয়ে থাকা টোটো হঠাৎ কীভাবে শিলিগুড়ির রাস্তায় চলাফেরা করছে—এই প্রশ্নেই এখন হতবাক জলপাইগুড়ির মোহিতনগরের এক টোটোচালক। রাজ্য সরকারের রেজিস্ট্রেশন করা নম্বর (WB 71 B6759) যুক্ত টোটোটি বহুদিন ধরেই ব্যবহার করছেন তিনি। অভিযোগ, সম্প্রতি হঠাৎ মোবাইলে একটি ওটিপি বার্তা আসে।
কিছুক্ষণ পরই খবরে জানতে পারেন, একই নম্বরের একটি টোটো শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে এবং সেটির বিরুদ্ধে জারি হয়েছে ৫০০ টাকার জরিমানা। অথচ সেই সময়ে তাঁর আসল টোটোটি জলপাইগুড়িতে বাড়ির গ্যারাজেই দাঁড়িয়ে ছিল।
advertisement
আরও পড়ুন- সব জায়গা জলে থৈ থৈ, কিন্তু এই জেলাতে এখনও বৃষ্টি কম, কেন হচ্ছে এমন, রইল ভয়ের কারণ
টোটো চালকের দাবি, “আমার গাড়ি যদি বাড়িতেই থাকে, তা হলে শিলিগুড়িতে জরিমানা হল কীভাবে? আমার টোটো লাল রঙের, অথচ শিলিগুড়িতে ধরা পড়েছে নীল রঙের টোটো। এই অদ্ভুত ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ তিনি। হঠাৎ করে জরিমানা গুনতে হচ্ছে, অথচ অপরাধী অন্য কেউ! শেষমেশ কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন ওই টোটোচালক। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমার গাড়ির নম্বর নকল করে অন্যত্র ব্যবহার হচ্ছে। এতে আমাকেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে।