Weather Changes In Jalpaiguri: সব জায়গা জলে থৈ থৈ, কিন্তু এই জেলাতে এখনও বৃষ্টি কম, কেন হচ্ছে এমন, রইল ভয়ের কারণ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Weather Changes In Jalpaiguri: মিলছে না স্বস্তি! আবহাওয়ার আমূল পরিবর্তনে বিপর্যস্ত উত্তরবঙ্গ
জলপাইগুড়ি: উত্তরবঙ্গে বাড়ছে অস্বাভাবিক গরম! কেন আবহাওয়ার এমন আমূল পরিবর্তন। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে সমতলভূমি সর্বত্রই এবার গরম যেন পাল্লা দিচ্ছে কলকাতার সঙ্গে। সাধারণত বর্ষার সময় পাহাড়ি এই অঞ্চলে খানিকটা স্বস্তি মেলে, কিন্তু চলতি মরশুমে সেই স্বস্তির ছোঁয়া মিলছে না। বরং তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই অতিরিক্ত গরমের পেছনে মূল কারণ হচ্ছে বৃষ্টির ঘাটতি। শুধু উত্তরবঙ্গ নয়, অসম, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে বিহার কোথাও প্রত্যাশিত পরিমাণে বর্ষণ হচ্ছে না। বর্ষার মরশুমে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় চা-বাগানের উৎপাদনে টান পড়ছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
advertisement
advertisement
এমনকি পর্যটকরাও অস্বস্তিতে পড়ছেন অতিরিক্ত আর্দ্রতা ও গরমে।সংশ্লিষ্ট মহলের মতে, পরিবেশের সামগ্রিক বাস্তুতন্ত্র পরিবর্তিত হচ্ছে বলেই এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ুর ভারসাম্য নষ্ট হলে যেমন বৃষ্টির পরিমাণ কমে যায়, তেমনই তাপমাত্রা বাড়তে থাকে দ্রুত। ফলে বর্ষা থাকলেও স্বস্তির বদলে অস্বাভাবিক গরমই চেপে বসছে মানুষের জীবনে।এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ রক্ষা, গাছ লাগানো, জল সংরক্ষণ সবই জরুরি।
advertisement
পাশাপাশি অতিরিক্ত গরম থেকে রেহাই পেতে পর্যাপ্ত জলপান, হালকা খাবার গ্রহণ এবং রোদে বেশি সময় না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া দফতর আশঙ্কা করছে, আগামী কয়েক বছর এই ধরণের অস্বাভাবিক আবহাওয়া আরও তীব্র হতে পারে যদি পরিবেশের ভারসাম্য রক্ষা না করা যায়। তাই মানুষকে এখনই সতর্ক হতে হবে। পরিবেশকে বাঁচালে তবেই স্বস্তি মিলবে গরম থেকে, আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বর্ষাও।
advertisement
Surojit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 8:23 PM IST