২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের কেন্দ্রে পরীক্ষা দিতে আসছে দেউলি সুধীর হাইস্কুল, বড়মোহনপুর গার্লস হাইস্কুল, আসন্দা শিক্ষা নিকেতনের পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন দিক থেকে আসা পরীক্ষার্থীদের মূল্য না নিয়েই বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন টোটো চালকেরা। টোটো চালকেরা জানাচ্ছেন, শতাধিক টোটো চালক বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যে টোটোগুলি এই পরিষেবা দেবে তাতে স্টিকার সাঁটানো হয়েছে। শুধু পরীক্ষার্থী নয়, তাদের সঙ্গে থাকা অভিভাবকদেরও সঙ্গে নিয়ে যাচ্ছেন তারা।
advertisement
এমন মহৎ উদ্যোগ নিয়ে টোটো চালকদের বক্তব্য,"সারাবছর আমরা উপার্জন করি। এই কদিন পরীক্ষার্থীদের সহযোগিতা করা হবে।" যে সব পরীক্ষার্থী হেঁটে কেন্দ্রে পৌঁছোনোর চেষ্টা করছেন তাদের ডেকে টোটোতে তোলা হচ্ছে। পরীক্ষার আগে এমন পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীরা। শুধু পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দেওয়া নয়, পরীক্ষা শেষেও রয়েছে এই ব্যবস্থা। টোটো চালকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের পরিবারের লোকজন।
Ranjan Chanda