TRENDING:

Madhyamik Examination 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টোটো চালকদের মানবিক উদ্যোগ, দেখুন কী করলেন তারা

Last Updated:

Madhyamik Examination 2023: দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল টোটো চালকেরা। টোটো চালকদের এমন উদ্যোগে খুশি সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: টোটো চালিয়ে দিন চলে তাদের। তা বলে তাদের মানবিকতার কোনও অভাব নেই। এবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় টোটো চালকদের অনন্য নজির। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো টোটো চালকেরা। প্রায় একশো জন টোটো চালক বেলদার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। পরীক্ষার দিনগুলিতে এই পরিষেবা চালিয়ে যাবেন তারা।
advertisement

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের কেন্দ্রে পরীক্ষা দিতে আসছে দেউলি সুধীর হাইস্কুল, বড়মোহনপুর গার্লস হাইস্কুল, আসন্দা শিক্ষা নিকেতনের পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন দিক থেকে আসা পরীক্ষার্থীদের মূল্য না নিয়েই বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন টোটো চালকেরা। টোটো চালকেরা জানাচ্ছেন, শতাধিক টোটো চালক বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যে টোটোগুলি এই পরিষেবা দেবে তাতে স্টিকার সাঁটানো হয়েছে। শুধু পরীক্ষার্থী নয়, তাদের সঙ্গে থাকা অভিভাবকদেরও সঙ্গে নিয়ে যাচ্ছেন তারা।

advertisement

আরও পড়ুনঃ Madhyamik Examination : মুখ্যমন্ত্রীর ভাবনার বাস্তবায়ন, পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে বন দফতর

এমন মহৎ উদ্যোগ নিয়ে টোটো চালকদের বক্তব্য,"সারাবছর আমরা উপার্জন করি। এই কদিন পরীক্ষার্থীদের সহযোগিতা করা হবে।" যে সব পরীক্ষার্থী হেঁটে কেন্দ্রে পৌঁছোনোর চেষ্টা করছেন তাদের ডেকে টোটোতে তোলা হচ্ছে। পরীক্ষার আগে এমন পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীরা। শুধু পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দেওয়া নয়, পরীক্ষা শেষেও রয়েছে এই ব্যবস্থা। টোটো চালকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের পরিবারের লোকজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টোটো চালকদের মানবিক উদ্যোগ, দেখুন কী করলেন তারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল