Madhyamik Examination : মুখ্যমন্ত্রীর ভাবনার বাস্তবায়ন, পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে বন দফতর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এ বিষয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ মাহাত বলেন , ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এত দ্রুত মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
পুরুলিয়া: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এ বছরের মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে সমস্ত দিক থেকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের সমস্ত সুবিধা - অসুবিধার কথা সবার আগে চিন্তা ভাবনা করা হচ্ছে। এবার রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক অভিনব উদ্যোগ নিল। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে হাতি উপদ্রুত এলাকা গুলিতে বন দফতর নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের গাড়িতে করে পৌঁছে দেবে পরীক্ষাকেন্দ্রে।
সেই নির্দেশিকা অনুযায়ী শুক্রবার পুরুলিয়ার ঝালদা বন বিভাগের পক্ষ থেকে খামারা হাইস্কুলের পরীক্ষার্থীদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এরই পাশাপাশি পারবি , দাঁতিয়া , জজোহাতু গ্রামের পরীক্ষার্থীদেরও জাগো হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে ঝালদা রেঞ্জের বিশ্বজ্যোতি দে বলেন , ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ মাহাত বলেন , ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে এত দ্রুত মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
advertisement
সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও খুশি সরকারের এই উদ্যোগের জন্য।
উল্লেখ্য , মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় জলপাইগুড়িতে। হাতির আক্রমণে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনার পরেই একপ্রকার নড়েচড়ে বসে প্রশাসন। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বনদপ্তর ও প্রশাসনকে , রাজ্যের যে সকল এলাকায় হাতির উপদ্রব রয়েছে। সেই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বনদপ্তর নিজ উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। সেই নির্দেশ অনুসারে শুক্রবার থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে বনদপ্তর।
advertisement
Sharmistha Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 4:31 PM IST