ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গনহাটি খেয়ালী সংঘের সামনে। জানা গিয়েছে এক ব্যবসায়ী আমতলা থেকে ইঞ্জিন ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাবার সময় গণহাটির কাছে একটি টোটো দাঁড়িয়ে ছিল, হঠাৎ ওই টোটোটি ইঞ্জিন ভ্যানের সামনে চলে আসে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইঞ্জিন ভ্যান চালক কোনক্রমে দাঁড়িয়ে পড়েন। এরপরে টোটো চালকের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।
advertisement
আরও পড়ুন: ‘ডাক্তার দিদিমণি’-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা
এরপরেই টোটোচালকের বাড়িতে থাকা যুবক ও টোটো চালক মিলে মারধর করার চেষ্টা করে ওই ব্যবসায়ীর ইঞ্জিন ভ্যান চালককে। অভিযোগ, এই বিবাদ ছাড়াতে গেলে মারধর করা হয় আসদাজুম্মান লস্কর নামের এক ব্যক্তিকে। এমনকি ওই ব্যক্তির ছেলেকেও মারা হয়।
এই ঘটনার পর ওই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পরে আহত যুবককে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। টোটোর দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষজন ও খুশি নয়। তারাও এই ঘটনার প্রতিকার চেয়েছেন।