মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন শহর জঙ্গিপুর। এবার জঙ্গিপুর পুর বাসিন্দাদের জন্য সুখবর। পুরসভার ভাইস চেয়ারম্যানের উদ্যোগে এবার জঙ্গিপুর পৌর এলাকায় মিলবে টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবা। পুর নাগরিকদের কথা মাথায় রেখেই এই টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হল। একটি ফোন করলেই মুমূর্ষ রোগীকে বাড়ি থেকে নিয়ে আসবে টোটো অ্যাম্বুল্যান্স।
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পানীয় জল থেকে বিষক্রিয়ার অভিযোগ! একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন, মৃত ১
জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ শহর মিলে গঠিত এই জঙ্গিপুর পুরসভা। ভাগীরথী নদীর তীরবর্তী এই দুই শহর। কিন্তু শহরে বিভিন্ন গলি থাকার কারণে সমস্যা হয় রোগীদের। এছাড়াও রাস্তাঘাট ছোট হওয়ার কারণে বড় অ্যাম্বুল্যান্স গাড়ি ঢুকতে পারে না। তাই পৌর নাগরিকদের কথা মাথায় রেখেই জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী নিজে উদ্যোগ গ্রহণ করে এই টোটো অ্যাম্বুল্যান্স নিয়ে আসেন। মঙ্গলবার থেকেই শহরবাসী এই পরিষেবা পাবেন বলে জানিয়েছেন জঙ্গিপুর পৌরসভা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন রোগীর পরিজনরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী জানিয়েছেন টোটোতেই থাকছে স্বয়ংক্রিয় শয্যা, রোগীর পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেশ সুবিধা হবে জঙ্গিপুর শহরের মানুষজনের। জঙ্গিপুর পুরসভা এলাকার ছোট ছোট গলির ভিতর বড় অ্যাম্বুল্যান্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে ব্যাটারিচালিত এই টোটো অ্যাম্বুল্যান্স। মুমুর্ষু রোগীকে মুহূর্তের মধ্যে সে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ও শহরের নার্সিংহোমগুলিতে পৌঁছে দেবে।





