TRENDING:

Toto: ১ টাকাও লাগবে না এই টোটোতে...! অ্যাম্বুল্যান্সের হর্ন বাজিয়ে ঝড়ের গতিতে ছুটছে, ভিতরে কী আছে জানেন? দেখলে চমকে উঠবেন

Last Updated:

Toto: নবাবের শহর মুর্শিদাবাদ। এই শহরেই পর্যটকদের আনাগোনা থাকে। শহরের পুরসভা এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুল্যান্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব‍্যাটারি চালিত টোটো অ্যাম্বুল্যান্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: এবার শহরের ঘিঞ্চি এলাকায়, গলিতে গলিতে পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স। আর অসুবিধা হবে না রোগীর পরিষেবায়। শহরের যে কোনও প্রান্তিক এলাকা থেকে মুমূর্ষ রোগীদের সহজেই পৌঁছে দেওয়া যাবে হাসপাতালে। টোটো অ্যাম্বুল্যান্সের হাত ধরে মুর্শিদাবাদ শহরের স্বাস্থ্য পরিষেবায় এমনই ভোলবদল ঘটতে চলেছে। মুর্শিদাবাদ পৌরসভার তরফ থেকে শহরবাসীর জন্য এক বিশেষ পরিষেবা চালু।
advertisement

বিনামূল্যে ই-অ্যাম্বুল্যান্সের পরিষেবা, ই-স্বর্গ রথ পরিষেবা ও ৬ টি আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ির। এই পরিষেবাগুলি চালু হওয়ায় নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ ও স্বচ্ছ হবে। নবাবের শহর মুর্শিদাবাদ। এই শহরেই পর্যটকদের আনাগোনা থাকে। শহরের পুরসভা এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুল্যান্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব‍্যাটারি চালিত টোটো অ্যাম্বুল্যান্স। মুমুর্ষু রোগীকে মুহূর্তের মধ্যে সে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, শহরের হাসপাতাল ও নার্সিংহোম গুলোতে পৌঁছে দেবে।

advertisement

আরও পড়ুন-বিরাট ঝড়-তুফান আসছে…! ভারী থেকে অতিভারী বৃষ্টি কাঁপাবে, তীব্র ধুলোঝড়ের তাণ্ডব, রাজ্যে জারি হলুদ সতর্কতা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

টোটোতেই থাকছে স্বয়ংক্রিয় শয্যা, রোগীর পরিজনদের বসার ব্যবস্থা-সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেশ সুবিধা হবে মুর্শিদাবাদ শহরের বাসিন্দাদের। ফলে অতি সহজেই শহরের মধ্যে নাগরিকরা এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা পাবেন যা সম্পুর্ণ বিনামূল্যে। এমনকি শববাহী ই-স্বর্গরথ ও তৈরি করা হয়েছে নাগরিকদের কথা মাথায় রেখেই। শহরের নাগরিককে জানানোর জন্য পৌরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

advertisement

View More

আরও পড়ুন-দিঘায় এবার হুলস্থূল কাণ্ড…! ভিন রাজ্য থেকে ছুটে আসছে কাতারে কাতারে পর্যটক, আচমকা হলটা কী? জানলে চমকে উঠবেন

শোভাযাত্রা মুর্শিদাবাদ শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। পৌরপিতা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ব্যাটারি চালিত এই ই-অ্যাম্বুল্যান্স ও ই-স্বর্গরথ পরিষেবা যথাক্রমে মুর্শিদাবাদ জেলায় ও রাজ্যে প্রথম চালু হল বলেই দাবি করেছে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: ১ টাকাও লাগবে না এই টোটোতে...! অ্যাম্বুল্যান্সের হর্ন বাজিয়ে ঝড়ের গতিতে ছুটছে, ভিতরে কী আছে জানেন? দেখলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল