বিনামূল্যে ই-অ্যাম্বুল্যান্সের পরিষেবা, ই-স্বর্গ রথ পরিষেবা ও ৬ টি আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ির। এই পরিষেবাগুলি চালু হওয়ায় নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ ও স্বচ্ছ হবে। নবাবের শহর মুর্শিদাবাদ। এই শহরেই পর্যটকদের আনাগোনা থাকে। শহরের পুরসভা এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুল্যান্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব্যাটারি চালিত টোটো অ্যাম্বুল্যান্স। মুমুর্ষু রোগীকে মুহূর্তের মধ্যে সে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, শহরের হাসপাতাল ও নার্সিংহোম গুলোতে পৌঁছে দেবে।
advertisement
টোটোতেই থাকছে স্বয়ংক্রিয় শয্যা, রোগীর পরিজনদের বসার ব্যবস্থা-সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেশ সুবিধা হবে মুর্শিদাবাদ শহরের বাসিন্দাদের। ফলে অতি সহজেই শহরের মধ্যে নাগরিকরা এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা পাবেন যা সম্পুর্ণ বিনামূল্যে। এমনকি শববাহী ই-স্বর্গরথ ও তৈরি করা হয়েছে নাগরিকদের কথা মাথায় রেখেই। শহরের নাগরিককে জানানোর জন্য পৌরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রা মুর্শিদাবাদ শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। পৌরপিতা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ব্যাটারি চালিত এই ই-অ্যাম্বুল্যান্স ও ই-স্বর্গরথ পরিষেবা যথাক্রমে মুর্শিদাবাদ জেলায় ও রাজ্যে প্রথম চালু হল বলেই দাবি করেছে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর।
কৌশিক অধিকারী