আরও পড়ুন: ইদের দিন দাতাবাবার মাজারে বীরভূমের বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস-এর চমক
শহরে যখন টোটো মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই টোটোতেই এক অনন্য ভাবনা। ব্যাটারি চালিত টোটোয় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন মেদিনীপুরের বাসিন্দা বজরংলাল আগরওয়াল। তিনি বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন। বজরংলাল আগরওয়ালের সহায়তায় এবং স্থানীয় সবুজ সংগ্রামী সংঘ ও ৫ নম্বর ওয়ার্ডের মহিলাদের উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।
advertisement
আরও পড়ুন: শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বিকিকিনি
টোটোতেই থাকছে স্বয়ংক্রিয় শয্যা, রোগীর পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেশ সুবিধা হবে মেদিনীপুরের মানুষজনের। মেদিনীপুর শহরের পুরসভা এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুলেন্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব্যাটারি চালিত টোটো অ্যাম্বুলেন্স। মুমুর্ষু রোগীকে মুহূর্তের মধ্যে সে মেদিনীপুর মেডিকেল কলেজ ও শহরের নার্সিং হোমেগুলোতে পৌঁছে দেবে।
রঞ্জন চন্দ