দেব সাংসদ, দেব সুপারস্টার, কিন্তু তাঁর পা মাটি ছুঁয়েই। তিনি মানুষের খোঁজখবর নেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন, ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেন এবং ত্রাণ ও পুনর্বাসনের কাজ যাতে আরও জোরদার করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। দেব বলেন, “এই দুর্যোগের সময় ঘাটালের মানুষ যেন নিজেদের একা মনে না করেন। আমি ও আমার পুরো দল সবসময় তাঁদের পাশে আছি। মানবিকতার দিকটা আমাদের সবার আগে ভাবা উচিত।”
advertisement
দেবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলেছেন, শুধুমাত্র সাংসদ নয়, একজন ‘আপনজন’ হিসেবে দেব তাঁদের পাশে দাঁড়িয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে আরও একবার প্রমাণ করলেন তাঁর দায়বদ্ধতা। এবার বন্যা পরিস্থিতিতেও তাঁর তৎপরতা ও মানবিক মনোভাব ঘাটালবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মুখে এখন একটাই কথা, “দেব আমাদের মনের সাংসদ, তিনি আবার প্রমাণ করলেন, তিনি শুধু মাটি ছোঁয়া তারকা নন, মানুষের সঙ্গে মিশে থাকা এক অনন্য ব্যক্তিত্ব।”
মিজানুর রহমান