শীতের আমেজে নাটকের আলো-আবহে জমে উঠেছে এগরা শহরের সাংস্কৃতিক পরিবেশ। এবারের নাট্যোৎসবের অন্যতম আকর্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নামী-দামী নাট্যদলগুলির পরিবেশনা। শুধুমাত্র স্থানীয় নাট্যদল নয়, কলকাতা সহ রাজ্যের নানা জেলা থেকে নাট্যদল এসে মঞ্চস্থ করছে তাদের সেরা প্রযোজনা। প্রতিদিনই একের পর এক নাটক দর্শকদের মন জয় করছে। ভিন্ন ভিন্ন ভাবনার নাটক, সামাজিক বার্তা ও অভিনয়ের মুন্সিয়ানা দর্শকদের মুগ্ধ করছে।
advertisement
নাট্যোৎসবকে ঘিরে তরুণ থেকে প্রবীণ সকলেই আনন্দে সামিল হচ্ছেন। পাঁচ দিনের এই উৎসব কার্যত এক বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এই নাট্যোৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে দেখা মিলেছে টলিউড অভিনেতাদেরও। নাট্য অভিনয়ে অংশ নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্য উপকূলীয় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। নাট্য মঞ্চে তাঁর অভিনয় দর্শকদের আলাদা করে আকর্ষণ করেছে। ছবি ও টেলিভিশনের পরিচিত মুখকে নাটকের মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।
আয়োজকদের মতে, দীর্ঘ ৪৫ বছর ধরে তাঁরা নিষ্ঠার সঙ্গে এই নাট্যধারাকে টিকিয়ে রেখেছেন। তাঁদের মূল লক্ষ্য রাজ্যের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও শিল্পকে স্থানীয় মানুষের কাছে তুলে ধরা। নাটকের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলাও তাঁদের উদ্দেশ্য। পাঁচ দিনের এই আয়োজনের মধ্য দিয়ে এগরা শহর কার্যত এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই নাট্যচর্চা অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।





