TRENDING:

আসানসোলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, থাকবেন বাবুল, শশী, পার্থ

Last Updated:

তিন মন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, শশী পাঁজা থাকছেন এই প্রতিনিধি দলে৷ থাকছেন সায়নী ঘোষ ও বিবেক গুপ্তাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: আসানসোলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ রবিবার এই দল আসানসোলে যাওয়ার কথা রয়েছে৷ পাঁচ সদস্যের এই প্রতিনিধ দল আসানসোলে যাওয়ার কথা রয়েছে৷ তিন মন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, শশী পাঁজা থাকছেন এই প্রতিনিধি দলে৷ থাকছেন সায়নী ঘোষ ও বিবেক গুপ্তাও৷ সেখানে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের৷ আর্ত পরিবারগুলির সঙ্গেও এই প্রতিিনধি দল কথা বলবে বলে খবর৷
advertisement

আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি আয়োজিত এক বস্ত্র বিতরণের অনুষ্ঠানে মারাত্মক ঘটনা ঘটেছিল আসানসোলে৷ সেই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের৷ বেশ কয়েকজন আহত হন৷ সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়৷ সেদিন শুভেন্দুর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে৷

আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর

advertisement

আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি

সে দিন শুভেন্দুর উপস্থিতি সময় এই ঘটনা ঘটেনি৷ শুভেন্দু বস্ত্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্রদান করে চলে যাওয়ার পর হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়৷ সেই সময়েই মৃত্যু হয় তিনজনের৷ শুভেন্দু সেই ঘটনায় দুঃখপ্রকাশ করেন৷ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের অনুমতি না নিয়েই এই অনুষ্ঠান চলছিল৷ দাবি ও পাল্টা দাবিতে সরগরম হয়ে যায় রাজ রাজনীতি৷ সেই সময়েই তৃণমূলের পক্ষ থেকে বলা হয় একটি দল যাবে আসানসোলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, থাকবেন বাবুল, শশী, পার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল