তীব্র দাবদাহের মাঝেই আজ লোকসভা নির্বাচনের ফলাফল। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৯° সেলসিয়াসের কাছাকাছি। আর এই গরমে সকাল বেলায় ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করে গেছেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরপরে ভোট গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস এর ক্যাম্পে বসেই টিভিতে ভোট গণনা প্রক্রিয়া দেখছেন শতাব্দী রায়। আর এই গরমে সুস্থ থাকতে অভিনেত্রী শতাব্দী রায় কী খাচ্ছেন জানেন?
advertisement
সকাল আটটা থেকেই ভোট গণনা প্রক্রিয়া পরিদর্শনের পর তিনি দীর্ঘ গরমে বসে রয়েছেন এবং এই গরমে ঠান্ডা লেবুর রস এবং তার সঙ্গে চালভাজা খেয়েই কাটিয়ে দিচ্ছেন।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছিলেন অভিনেত্রী শতাব্দী রায়৷ কখনও হুড খোলা গাড়িতে বা কখনও পায়ে হেঁটে গ্রামেগঞ্জে তিনি তাঁর প্রচারকর্ম সেরেছেন। আর সেই গরমেও প্রচার কর্ম সারতে শতাব্দী মাঝেমধ্যেই পান করতেন ডাবের জল।
শুধু তিনিই যে লেবুর শরবত পান করলেন সেটা না,তার সঙ্গে উপস্থিত তার সমস্ত কর্মী সমর্থকদের লেবুর শরবত পান করালেন। আর তাছাড়াও এই গরমে তিনি দুপুরের খাবারে পাতলা মাছের ঝোল আবার কখনও হালকা সবজি দিয়ে ভাত খেতেন।
সৌভিক রায়