Asansol TMC Celebration: জয়ী শত্রুঘ্ন সিনহা, আসানসোলের রাস্তায় সবুজ আবীরে অকাল দিওয়ালি, দুর্গাপুরে ডিজে বাজিয়ে উন্মাদনা

Last Updated:

শত্রুঘ্ন সিনহা যত জয়ের দিকে এগিয়েছেন, ততই উচ্ছাস বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর বেলা একটু বাড়তেই সেই উচ্ছ্বাস এসে পড়েছে শহরের রাজপথে।

+
title=

আসানসোল, পশ্চিম বর্ধমান : অপেক্ষা ছিল। ছিল সবরকমের প্রস্তুতি। আর ভোটের পালে হাওয়া সেই দিকে যেতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এক এক করে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীরা এগিয়ে গিয়েছেন, তখন রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদযাপন দেখা গিয়েছে। সেই একই ছবি দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে।
আসানসোল লোকসভা কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর শত্রুঘ্ন সিনহা যত জয়ের দিকে এগিয়েছেন, ততই উচ্ছ্বাস বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর বেলা একটু বাড়তেই সেই উচ্ছ্বাস এসে পড়েছে শহরের রাজপথে। রাস্তায় বাজি ফাটিয়ে রীতিমতো উদযাপন করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। আসানসোলে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছেন তৃণমূল কর্মীরা।
advertisement
আরও পড়ুনLok Sabha Election 2024 Results Update : ভোটে দেব, গণনার চাপা টেনশন, আগের রাতে কী করলেন তৃণমূলের জনপ্রিয় প্রার্থী? রইল ছবি
এদিন সকাল থেকেই কার্যত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর আসানসোলে যখনই তৃণমূল প্রার্থী এগিয়ে যেতে শুরু করেন, তখন এই রাস্তায় নেমে পড়েন দলীয় কর্ম সমর্থকরা। সবুজ আবির মেখে দলীয় ঝান্ডা হাতে তারা রাস্তায় নেমে সেলিব্রেশন করেছেন। সেলিব্রেশনের মাত্রা বাড়িয়ে রাস্তায় বাজি ফাটানো হয়েছে। কার্যত অকাল দিওয়ালি পালন করা হয়েছে আসানসোলে। অন্যদিকে দুর্গাপুরে ব্যাপকভাবে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
advertisement
advertisement
m
advertisement
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষের থেকে ব্যবধান অনেকটা বাড়ানোর খবর পাওয়ার পরেই কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন। ডিজে বাজিয়ে দুর্গাপুরে সেলিব্রেশনে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol TMC Celebration: জয়ী শত্রুঘ্ন সিনহা, আসানসোলের রাস্তায় সবুজ আবীরে অকাল দিওয়ালি, দুর্গাপুরে ডিজে বাজিয়ে উন্মাদনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement