TRENDING:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেননি দলেরই নেতা, চরম সিদ্ধান্ত নিলেন হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা

Last Updated:

স্থানীয় সূত্রে খবর, নিহত এই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করা নিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইসলামপুরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া:  গ্রাম পঞ্চায়েতের সদস্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুরে ৷ বাড়ি থেকেই ওই পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ তরুণী ওই পঞ্চায়েত সদস্যার মৃত্যুর জন্য তৃণমূলেরই প্রাক্তন প্রধানের দিকে আঙুল তুলেছে নিহতের পরিবার৷ ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এ দিন নিজের বাড়ি থেকেই হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ওই তরুণী নেত্রীর দেহ উদ্ধার হয়৷ অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান তথা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ পাশাপাশি, ওই পঞ্চায়েত সদস্যাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা৷ কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি তিনি৷ওই পঞ্চায়েত সদস্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত নেতাকে অবশ্য তাঁর বাড়িতে পাওয়া যায়নি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুবনেতার, সোনারপুরে শাসক দলে শোরগোল

স্থানীয় সূত্রে খবর, নিহত এই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করা নিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইসলামপুরে৷ স্থগিত হয়ে যায় বোর্ড গঠন, পরবর্তীকালে ফের বোর্ড গঠন হলেও ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করতে ব্যর্থ হন অভিযুক্ত ওই নেতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ঘটনাচক্রে এ দিনই দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকার এক তৃণমূল কাউন্সিলরও দলেরই এক যুবনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন৷ ওই মহিলা কাউন্সিলরের অভিযোগ, দলেরই এক যুবনেতা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবনেতা ওই মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ৷ অভিযুক্ত যুবনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের পরিবার৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেননি দলেরই নেতা, চরম সিদ্ধান্ত নিলেন হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল