এ দিন নিজের বাড়ি থেকেই হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ওই তরুণী নেত্রীর দেহ উদ্ধার হয়৷ অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান তথা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ পাশাপাশি, ওই পঞ্চায়েত সদস্যাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা৷ কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি তিনি৷ওই পঞ্চায়েত সদস্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত নেতাকে অবশ্য তাঁর বাড়িতে পাওয়া যায়নি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
আরও পড়ুন: মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুবনেতার, সোনারপুরে শাসক দলে শোরগোল
স্থানীয় সূত্রে খবর, নিহত এই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করা নিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইসলামপুরে৷ স্থগিত হয়ে যায় বোর্ড গঠন, পরবর্তীকালে ফের বোর্ড গঠন হলেও ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করতে ব্যর্থ হন অভিযুক্ত ওই নেতা৷
ঘটনাচক্রে এ দিনই দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকার এক তৃণমূল কাউন্সিলরও দলেরই এক যুবনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন৷ ওই মহিলা কাউন্সিলরের অভিযোগ, দলেরই এক যুবনেতা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবনেতা ওই মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ৷ অভিযুক্ত যুবনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের পরিবার৷