জানা গিয়েছে, বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে জাফিকুলের বাড়ির শৌচাগার থেকে। তদন্তকারীদের একটি অংশের সূত্রে দাবি, বিধায়কের শোওয়ার ঘরেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকেও প্রচুর টাকা মিলতে পারে বলেই দাবি সিবিআইয়ের ওই সূত্রের।
মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান প্রাথমিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেই টাকা উদ্ধার হয়েছে রটানো সেই টাকা আসলে কিসের টাকা তার সত্যতা দেখুক। ব্যবসা-বাণিজ্যেরও টাকা হতে পারে।
advertisement
আরও পড়ুন: রং-এর জন্য এত কাণ্ড? মোদিকে চিঠি মমতার, লিখলেন, ‘দুর্ভাগ্যজনক…’
বৃহস্পতিবার সকাল থেকেই জাফিকুলের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। বিধায়ক বর্তমানে বিধানসভার অধিবেশনের জন্য কলকাতায় রয়েছেন। সিবিআই কর্তারা জাফিকুলের বাড়িতে ঢুকতেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ির গোটা চত্বর ঘিরে ফেলা হয়। এর পর দুপুর নাগাদ নিয়ে আসা হয় টাকা গোনার যন্ত্র।
আরও পড়ুন: ৫৮০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ-তালিকা কোথায়? ‘বিস্তর দুর্নীতি’, হাইকোর্টের বড় নির্দেশ!
এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের অফিসে ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। সিবিআই ঘণ্টার পর ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, কয়েকটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ব্যাগ খুলতেই চোখ কপালে। সেই ব্যাগের মধ্য়ে রাখা হয়েছে লক্ষ লক্ষ টাকা। এরপরই সিবিআই সেই টাকার উৎস সম্পর্কে জানার চেষ্টা করছে সিবিআই।
ডোমকলের বিধায়ক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমি কলকাতায় রয়েছি। বাড়ির লোকজনকে সবরকম সহযোগিতা করার জন্য় বলেছি। তবে শিক্ষা দুর্নীতির সঙ্গে কোনওভাবেই আমি যুক্ত নই।