এদিন উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার অন্তর্গত খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে কর্মীদের চাঙ্গা করতে গায়কের ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কর্মীদের সামনে হাতে মাইক তুলে নিয়ে গান গাইলেন তিনি। মন্ত্রীর গানের সঙ্গে তাল মিলিয়ে উৎসাহিত তৃণমূল কংগ্রেস কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ নারী নিরাপত্তার দাবিতে থানা ঘেরাও কর্মসূচির ডাক! দুর্গাপুরকাণ্ডের পর বড় পদক্ষেপ বিজেপির
অন্যদিকে আবার ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখা গেল অন্য ছবি। এদিন নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূলের ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনী আয়োজিত হয়েছিল। সেখানে প্রায় শতাধিক বিজেপি কর্মী-সমর্থক জোড়াফুল শিবিরে নাম লেখান।
সব মিলিয়ে, এদিন রাজ্যের নানা প্রান্তে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখা গেল ভিন্ন ভিন্ন নানা ছবি। কোথাও মাইক হাতে গায়কের ভূমিকায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী। কোথাও আবার বিজেপি কর্মীদের যোগদানে শক্তিবৃদ্ধি করল দল।