BJP: নারী নিরাপত্তার দাবিতে থানা ঘেরাও কর্মসূচির ডাক! দুর্গাপুরকাণ্ডের পর বড় পদক্ষেপ বিজেপির

Last Updated:

BJP: বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই দুর্গাপুরকাণ্ড নিয়ে আন্দোলন শুরু করেছে। এদিন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় পদ্ম শিবির।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে সরগরম বাংলা। এই ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে উঠে এসেছে রাজ্যের নারী নিরাপত্তা। ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলন শুরু করেছে বিজেপি নেতৃত্ব। তবে নারীদের নিরাপত্তার দাবিতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে হাতেগোনা কয়েকজনের উপস্থিতি চোখে পড়ল।
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মুখর রাজ্য রাজনীতি। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের পরেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই নিয়ে আন্দোলন শুরু করেছে। এদিন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় পদ্ম শিবির।
আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি! শাসকদলে যোগ শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের, বড় ধাক্কা খেল পদ্ম ব্রিগেড
আজ ক্যানিং থানায় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ক্যানিং ১ নম্বর মন্ডল বিজেপি। এরপর হাতেগোনা কয়েকজন নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ দেখানোর পর তাঁরা আন্দোলনে বিরত দেয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বছর আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল বাংলা। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই চলতি বছর কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে। এবার শিরোনামে দুর্গাপুর ধর্ষণকাণ্ড।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP: নারী নিরাপত্তার দাবিতে থানা ঘেরাও কর্মসূচির ডাক! দুর্গাপুরকাণ্ডের পর বড় পদক্ষেপ বিজেপির
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement