Trinamool Congress: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি! শাসকদলে যোগ শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের, বড় ধাক্কা খেল পদ্ম ব্রিগেড

Last Updated:

Trinamool Congress: তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শতাধিক বিজেপি কর্মী জোড়াফুল শিবিরে যোগদান করলেন। ছাব্বিশের ভোটের আগে ধাক্কা খেল পদ্ম ব্রিগেড। সেই সঙ্গেই এতে তৃণমূলের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের
তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের
ঝাড়গ্রাম, রাজু সিংঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এখন থেকেই রাজ্য রাজনীতিতে এর আঁচ টের পাওয়া যাচ্ছে। এই আবহে গেরুয়া শিবিরে ধস! তৃণমূলের বিজয়া সম্মিলনীতে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক জোড়াফুল শিবিরে যোগদান করলেন। ছাব্বিশের ভোটের আগে ঝাড়গ্রামে ধাক্কা খেল পদ্ম ব্রিগেড। সেই সঙ্গেই এতে তৃণমূলের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূলের ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে নাম লেখান।
আরও পড়ুনঃ চিকিৎসা করাতে এসে স্বাস্থ্যকর্মীর ‘লালসা’র শিকার! ফাঁকা ওটির সুযোগ নিয়ে…! মহিলা রোগীর অভিযোগে বীরভূমের হাসপাতালে উত্তেজনা
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনীর এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিন শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Trinamool Congress: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শক্তিবৃদ্ধি! শাসকদলে যোগ শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের, বড় ধাক্কা খেল পদ্ম ব্রিগেড
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement