TRENDING:

Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!

Last Updated:

পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের আগেই পুরুলিয়ায় বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের হাতছাড়া হল পুরুলিয়ার ঝালদা পুরসভা৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়৷ সেই আস্থা ভোটেই শাসক দলের হাতছাড়া হল এই পুরসভা৷
তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
advertisement

ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে৷ সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের দখলে৷ পাঁচটি ছিল কংগ্রেসের দখলে৷ দু'টি ওয়ার্ড নির্দল কাউন্সিলরদের হাতে ছিল৷

আরও পড়ুন: উত্তাল বিধানসভা! বড় দাবি নিয়ে শুভেন্দুর নেতৃত্ব বিজেপির বিক্ষোভ

এ দিনের আস্থা ভোটে পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর এবং দু' জন নির্দল কাউন্সিলর উপস্থিত ছিলেন৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরও আস্থা ভোটে অংশ নেননি৷ ফলে ভোটাভুটিতে সাতটি ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস৷ দুই নির্দল কাউন্সিলরই কংগ্রেসকে সমর্থন করেন৷

advertisement

গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী কাউন্সিলররা৷ সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে৷ সেই মামলার শুনানির পর আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷

আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ এর পর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকেই জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু৷ কিন্তু নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে পুরবোর্ড গঠন করে তৃণমূল৷ যদিও পুজোর পরই অনুন্নয়েনর অভিযোগে তৃণমূলের দিক থেকে সমর্থন তুলে নেন ওই নির্দল কাউন্সিলর৷ এর পরেই অনাস্থা প্রস্তাব আনা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

শেষ পুরভোটে গোটা রাজ্যে একমাত্র তাহেরপুর পুরসভা দখল করতে পেরেছিল বামেরা৷ এর পরে দ্বিতীয় কোনও পুরসভা বিরোধীদের দখলে গেল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল