TRENDING:

Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!

Last Updated:

পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের আগেই পুরুলিয়ায় বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের হাতছাড়া হল পুরুলিয়ার ঝালদা পুরসভা৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন ঝালদা পুরসভায় আস্থা ভোট হয়৷ সেই আস্থা ভোটেই শাসক দলের হাতছাড়া হল এই পুরসভা৷
তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
তৃণমূলের হাতছাড়া ঝালদা পুরসভা৷
advertisement

ঝালদা পুরসভায় মোট ১২টি ওয়ার্ড রয়েছে৷ সেই ১২টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ছিল তৃণমূলের দখলে৷ পাঁচটি ছিল কংগ্রেসের দখলে৷ দু'টি ওয়ার্ড নির্দল কাউন্সিলরদের হাতে ছিল৷

আরও পড়ুন: উত্তাল বিধানসভা! বড় দাবি নিয়ে শুভেন্দুর নেতৃত্ব বিজেপির বিক্ষোভ

এ দিনের আস্থা ভোটে পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর এবং দু' জন নির্দল কাউন্সিলর উপস্থিত ছিলেন৷ কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরও আস্থা ভোটে অংশ নেননি৷ ফলে ভোটাভুটিতে সাতটি ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস৷ দুই নির্দল কাউন্সিলরই কংগ্রেসকে সমর্থন করেন৷

advertisement

গত ১৩ অক্টোবর ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী কাউন্সিলররা৷ সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে৷ সেই মামলার শুনানির পর আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷

আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

পুরভোটের পর থেকেই শিরোণামে উঠে এসেছিল ঝালদা পুরসভা৷ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ এর পর উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকেই জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু৷ কিন্তু নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে পুরবোর্ড গঠন করে তৃণমূল৷ যদিও পুজোর পরই অনুন্নয়েনর অভিযোগে তৃণমূলের দিক থেকে সমর্থন তুলে নেন ওই নির্দল কাউন্সিলর৷ এর পরেই অনাস্থা প্রস্তাব আনা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শেষ পুরভোটে গোটা রাজ্যে একমাত্র তাহেরপুর পুরসভা দখল করতে পেরেছিল বামেরা৷ এর পরে দ্বিতীয় কোনও পুরসভা বিরোধীদের দখলে গেল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhalda Municipality: পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল