তবে রাজনৈতিক উত্তাপের মাঝেও এক সৌজন্যতার ছবি দেখলো মেদিনীপুর। কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে ডাবের জল খাওয়ালেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- বাড়ির তিন বউ এবার পঞ্চায়েতের প্রার্থী, ভোট কাকে দেওয়া হবে চিন্তায় গোটা পরিবার
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে হাতিহলকা এলাকায় প্রচারে এসেছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তবে সেই এলাকাতেই উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কর্মীরা।
advertisement
স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মাইক হাতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
কৌস্তুভ অভিযোগ করেন, ভোট প্রচারে বাধা দিতে একত্রিত হয়েছিলেন তৃণমূল কর্মীরা। তবে মুহূর্তেই বদলে গেল সমগ্র চিত্রটা। কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে ডাবের জল খাওয়ালেন এলাকার তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিক সহ তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- তৃণমূলের প্রাক্তন সদস্য, এ বারের পঞ্চায়েতের ময়দানে যা করছেন…! অবাক কাণ্ড
রাজনৈতিক উত্তাপের মাঝে এক অন্য ছবির সাক্ষী থাকল মেদিনীপুর শহর। প্রচারে কোনওরকম বাধা তো নয়, বরং সমানভাবে ভোট প্রচারে সবারই অগ্রাধিকার আছে বলেই মন্তব্য করলেন ওই তৃণমূল নেতা।
Ranjan Chanda





