এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সোমবার রাতে ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ ভাবে কাজল শেখ লেখেন, '" যে জ্বলছে তাকে জ্বলতে দাও ....... আমার কিন্তু খুব ভালো ঘুম হচ্ছে ..... আর তোমাদের?' ওই পোস্টেই কটাক্ষের সুরে আরও লেখা, ' অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন৷ সৎ হলে শূন্য খাটেও চিন্তাবিহীন রাত্রি কাটে!'
advertisement
আরও পড়ুন: ফের থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু! পারদ চড়ছে কাঁথিতে, রক্ষাকবচ অবশ্য রয়েছে
অনুব্রত মণ্ডল যেহেতু এখন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই উদ্দেশ করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ, অনুব্রত মণ্ডল যেদিন সিবিআই-এর হাতে গ্রেফতার হন, সেদিনও একই ধরনের ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন কাজল শেখ৷
যদিও কাজল শেখ তাঁর করা ফেসবুক পোস্টের মধ্যে কোনও বিতর্ক দেখছেন না৷ তাঁর দাবি এমন ফেসবুক পোস্ট তিনি মাঝেমধ্যেই করে থাকেন৷কাজল শেখ বলেন, 'এর সঙ্গে শতাব্দী রায়ের সাক্ষী হওয়ার কোনও সম্পর্ক নেই৷ আমি বরাবরই নিজের মনের কথা ফেসবুকে লিখি৷ আগেও এরকম পোস্ট করেছি৷'
