TRENDING:

Anubrata Mondal: অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী, ফেসবুক কাকে 'সততার পাঠ' দিলেন কাজল? জোর জল্পনা

Last Updated:

অনুব্রত মণ্ডল যেহেতু এখন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই উদ্দেশ করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: অনুব্রত মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব বরাবরই বীরভূমে তৃণমূলের মাথাব্যথার কারণ৷ শতাব্দী রায় ঘনিষ্ঠ সেই কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে এবার জোর জল্পনা৷ গতকালই জানা গিয়েছিল, গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম রেখেছে সিবিআই৷ তার ঠিক পর পরই কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে বীরভূমের রাজনীতিতে নয়া জল্পনা ছড়িয়েছে৷
কাকে নিশানা করলেন কাজল?
কাকে নিশানা করলেন কাজল?
advertisement

এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সোমবার রাতে ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ ভাবে কাজল শেখ লেখেন, '" যে জ্বলছে তাকে জ্বলতে দাও ....... আমার কিন্তু খুব ভালো ঘুম হচ্ছে ..... আর তোমাদের?' ওই পোস্টেই কটাক্ষের সুরে আরও লেখা, ' অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন৷ সৎ হলে শূন্য খাটেও চিন্তাবিহীন রাত্রি কাটে!'

advertisement

আরও পড়ুন: ফের থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু! পারদ চড়ছে কাঁথিতে, রক্ষাকবচ অবশ্য রয়েছে

অনুব্রত মণ্ডল যেহেতু এখন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই উদ্দেশ করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ, অনুব্রত মণ্ডল যেদিন সিবিআই-এর হাতে গ্রেফতার হন, সেদিনও একই ধরনের ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন কাজল শেখ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

যদিও কাজল শেখ তাঁর করা ফেসবুক পোস্টের মধ্যে কোনও বিতর্ক দেখছেন না৷ তাঁর দাবি এমন ফেসবুক পোস্ট তিনি মাঝেমধ্যেই করে থাকেন৷কাজল শেখ বলেন, 'এর সঙ্গে শতাব্দী রায়ের সাক্ষী হওয়ার কোনও সম্পর্ক নেই৷ আমি বরাবরই নিজের মনের কথা ফেসবুকে লিখি৷ আগেও এরকম পোস্ট করেছি৷'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী, ফেসবুক কাকে 'সততার পাঠ' দিলেন কাজল? জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল