TRENDING:

Mamata Banerjee: 'এই জ্ঞান থাকা উচিত!' মমতাকে বামেদের থেকে শেখার পরামর্শ বীরভূমের তৃণমূল নেতার

Last Updated:

দলের নেতার এ হেন বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দল৷ অন্য দিকে বিজেপি নেতাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই এমন মন্তব্য করেছেন বিভাষ অধিকারী নামে ওই নেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অক্ষয় ধীবর, নলহাটি: রাজ্যে রাজনৈতিক লড়াই আর দিল্লিতে গিয়ে কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া রেখে চলা৷ বামেদের দেখানো এই পথই অনুসরণ করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রকাশ্য সভায় এমন মন্তব্য করে দলের মধ্যেই বিতর্কে জড়ালেন বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাষ অধিকারী৷
advertisement

দলের নেতার এ হেন বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দল৷ অন্য দিকে বিজেপি নেতাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই এমন মন্তব্য করেছেন বিভাষ অধিকারী নামে ওই নেতা৷ কারণ তিনি টেট দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ৷ ইডি-র নজরেও রয়েছেন নলহাটির এই তৃণমূল নেতা৷ নলহাটিতে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজও রয়েছে বিভাষ অধিকারী নামে ওই নেতার৷

advertisement

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে জোট বাঁধল সিপিএম-বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় নয়া মডেল

রবিবার বিকেলে নলহাটির নগোরা মোড়ে নলহাটি ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করতে আসেন বিভাষ অধিকারী৷ সেখানেই ওই তৃণমূল নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আগেও বলেছি, আবারও বলছি৷ সেন্ট্রালের সাহায্য ছাডা় একটা রাজ্য চলে না৷ এত টাকা দেওয়া সম্ভব হয় না৷ ওই বামফ্রন্টের যেমন কূটবুদ্ধি, এখানে কুস্তি করো আর দিল্লিতে গিয়ে মস্তি করো৷ এই জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া উচিত ছিল৷ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, মানুষের মঙ্গলের স্বার্থে এই জ্ঞান নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এটা যদি আমি মিথ্যে বলি, মিলিয়ে নেবেন, সময় আছে৷'

advertisement

আরও পড়ুন: অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর

তৃণমূলের সঙ্গে বিজেপি-র বোঝাপড়ার অভিযোগ মাঝে মধ্যেই তোলে বামফ্রন্ট, কংগ্রেস৷ তৃণমূলের ব্লক সভাপতির এই অভিযোগে বাম-কংগ্রেসের দাবিও জোরালো হল৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে এই প্রথম নয়, কয়েকদিন আগেও বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে তৃণমূল কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় দাবি করেছিলেন এই তৃণমূল নেতা৷ তাতেও অস্বস্তিতে পড়েছিল শাসক দল৷ তৃণমূল জেলা নেতৃত্বের অবশ্য দাবি, দল বিরোধী মন্তব্য করলে ওই নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'এই জ্ঞান থাকা উচিত!' মমতাকে বামেদের থেকে শেখার পরামর্শ বীরভূমের তৃণমূল নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল