ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ঘটেছে। জানা যায়, চণ্ডীপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলই গ্রামের এক বছর ছাব্বিশের গৃহবধুর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সেই পরকীয়ার অভিযোগ তুলে গ্রামে বেঁধে উত্তম মধ্যম দিয়ে মাথায় ঘোল ঢালল গ্রামের মানুষ জনেরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মাধ্যমে।
advertisement
আরও পড়ুন: ‘বাংলায় যে কোনও মুহূর্তে ৩৫৫ ধারা জারি!’ দিল্লির বৈঠকের পরই সুকান্তর মন্তব্যে জোর জল্পনা
এদিকে, ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। গতকাল সকাল দশটা থেকে অধিকারী বাড়ির পুকুরে কাতলা, রুই সহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রায় ৫ কুইন্টাল মাছ মরেছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর শাশুড়ির।
আরও পড়ুন: বাংলার এই ছেলের নাম এখন মঙ্গলেও, চন্দ্রযানেও নাম-ঠিকানা পাঠাতে চান শৌনক
ভোটের দাঁড়ানোর পর থেকে তৃণমূল হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ওই প্রার্থীর স্বামী ও শাশুড়ির। পুকুরে বিষ ঢালার অভিযোগও তৃণমূলের বিরুদ্ধেই। তবে সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।