আরও পড়ুন: মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এই পদ্ধতিতে লক্ষ টাকা আয় করুন
উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙন সমস্যায় বিপর্যস্ত। ভাঙন মোকাবিলায় কাজ করছে সেচ দফতর। কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী কাঙালিঘাট এলাকার দীর্ঘদিনের ভাঙন সমস্যা মেটাতে রাজ্য সেচ দফতর ও পুরসভার উদ্যোগে দেড় কোটি টাকা খরচ করে কাজ শুরু হয়েছে। শালবল্লা দিয়ে ভাঙন রোধ করার কাজ চলছে। কিন্তু এই পদ্ধতিতে কোনও কাজ হবে না, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছেন অর্জুন সিং। সেই সঙ্গে বলেন, এইভাবে কাজ করে আসলে টাকার অপচয় হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন কাঙালিঘাট অঞ্চলের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সেচ দফতরের কাজ নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অর্জুনের দাবি, শাল বল্লা দিয়ে কাজের পরিবর্তে পাথরের বোল্ডার দিয়ে কাজ করলে ফল পাওয়া যেত। দরকারে এই কাজের জন্য তিনি নিজের সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করতেও রাজি আছেন বলে এলাকাবাসীদের জানান অর্জুন। বিষয়টি নিয়ে গারুলিয়ার পুরপ্রধানের সঙ্গে ওকথা বলেন। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
রুদ্রনারায়ণ রায়






